ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কোজায় অবস্থিত ইসলামিক সেন্টার গ্র্যান্ড মসজিদের গম্বুজটি আজ ভেঙে পড়ল। জানা গিয়েছে, সংস্কারের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় ভেঙে পড়ে মসজিদের গম্বুজটি। এদিকে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সেই গম্বুজ ভেঙে পড়ার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। প্রশাসনের তরফে বলা হয়েছে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, জাকার্তার বিশাল মসজিদের বেশ কিছু অংশের রক্ষণাবোক্ষণের কাজ চলছিল। সেই সময়ই আচমকা আগুন ছড়িয়ে পড়ে মসজিদে। দ্রুত সমগ্র গম্বুজটি লেলিহান শিখার গ্রাসে চলে যায়। চোখের নিমিশে ভেঙে পড়ে সেটি। ধোঁয়ায় পুরো এলাকার আকাশ ছেয়ে যায়। জানা গিয়েছে, স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গেই দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দশটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েও পরিস্থিতি সামাল দিতে পারেনি।
ঠিক কী কারণে মসজিদে আগুন লাগে তা এখনও স্পষ্ট হয়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। কারও কোনওরকম গাফিলতি বা নাশকতার জেরে এই দুর্ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভয়াবহ আগুনে গম্বুজটি ধ্বংস হয়ে গেলেও ঘটনায় কেউ আহত হননি। এর আগে ২০২০ সালের অক্টোবরেও এই মসজিদে আগুন লেগেছিল। তবে সেবার দমকল কর্মীদের পাঁচ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল। তবে এবার অগ্নিকাণ্ডের জেরে এবার ভেঙে পড়ে মসজিদের সেই গম্বুজটি।