বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিয়ে এবার প্রতিবাদে সরব হলেন দিল্লির জামা মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে এক চিঠিতে সেদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচার রোখার জন্য পদক্ষেপ করার আহ্বান জানান।
ইউনুসকে লেখা চিঠিতে শেখ হাসিনা প্রসঙ্গ:-
তাঁর চিঠিতে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘ সুসম্পর্কের পর্ব মনে করিয়ে দেন বুখারি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসকে লেখা চিঠিতে বুখারি লেখেন,' বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে আমাদের জাতীয় নেতৃত্ব, মিডিয়া, সুশীল সমাজ এবং প্রভাবশালী মহল শেখ মুজিবুর রহমান, তাঁর কন্যা শেখ হাসিনা ওয়াজিদ এবং তাঁদের দল আওয়ামি লিগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে কূটনৈতিক ক্ষেত্রে, আঞ্চলিক ক্ষেত্রে, আন্তর্জাতিক নানান ক্ষেত্রে। মুসলিম বিশ্বে বাংলাদেশ সবসময় ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমাদের পাশে দাঁড়িয়েছে।' তিনি মনে করিয়ে দেন যে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই তাঁর আওয়ামি লিগের মুসলিম ও অমুসলিম সমর্থকদের ঘিরে অশান্তি জেগে ওঠে। চিঠিতে জামা মসজিদের ইমাম লিখছেন,' এপর্যন্ত এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই রয়ে গেছে। যাইহোক, হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান অন্যায়, হামলা এবং একতরফা কর্মকাণ্ড নিন্দনীয় এবং অবিলম্বে বন্ধ করতে হবে। এই ধরনের কর্মকাণ্ডের কোনও যৌক্তিকতা নেই।'
ইসলামের পাঠ পড়িয়ে জোরালো বার্তা:-
চিঠিতে সৌয়দ বুখারি মনে করিয়ে দিয়েছেন ঢাকাকে, যে বাংলাদেশের স্থাপনা ও উন্নয়নে ভারতের ভূমিকা কতটা তাৎপর্যপূর্ণ। তিনি লেখেন,' সরকারকে স্বীকার করতে হবে সর্বদা তাঁদের প্রতিষ্ঠা ও উন্নয়ন প্রক্রিয়ায় আমরা যে ভূমিকা পালন করেছি এবং লক্ষ লক্ষ শরণার্থীদের প্রতি আমাদের সমর্থন ও যত্নের অতুলনীয় ইতিহাস। প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে আমরাই সবার আগে তাদের পাশে দাঁড়িয়েছি।' জোরালো বার্তা দিয়ে তিনি স্মরণ করিয়েছেন সংখ্যালঘুদের সমানাধিকারে রাষ্ট্রসংঘের আইন। সুর চড়িয়ে তিনি লিখছেন,' একজন বিশ্বস্ত প্রতিবেশী, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং একই সাংস্কৃতিক ঐতিহ্যের একজন রক্ষক হিসেবে, আমি আশা করি বাংলাদেশের বর্তমান প্রধান, নোবেল বিজয়ী মহম্মদ ইউনুস, হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে যে কোনও অবিচার বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেবেন। তাঁকে নিশ্চিত করতে হবে যাতে তাঁর আন্তর্জাতিক খ্যাতি অমলিন থাকে।' ইসলাম ধর্মের পাঠ পড়িয়ে শাহি ইমাম লেখেন,'একটি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে, ইসলাম এবং ইসলামি আইনশাস্ত্র, সহজাতভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনও ধরনের কুসংস্কার বা অবিচারের কোনও স্থান রাখে না। '