কানের অস্ত্রোপচারের কথা ছিল। কিন্তু, তার পরিবর্তে মহিলার জরায়ু বাদ (হিস্টেরেক্টমি) দিলেন চিকিৎসকরা। এমনই গুরুতর অভিযোগ উঠেছে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার একটি বেসরকারি হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় তীব্র বিক্ষোভ দেখান রোগী পরিবার এবং স্থানীয়রা। জনরোষের মুখে পড়ে শেষ পর্যন্ত দুই চিকিৎসককে বরখাস্ত করল জম্মু ও কাশ্মীর সরকার। এর পাশাপাশি তারা ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করতে পারবেন না বলেও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই ঘটনায় ওই বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটারও সিল করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: গলায় অস্ত্রোপচার করতে গিয়ে মৃত্যু ১৯ বছরের বধূর, নার্সিংহোমে বিক্ষোভ পরিজনদের
জানা গিয়েছে, স্ত্রীরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আঞ্জুম নাজির এবং হাসপাতালের চিকিৎসা আধিকারিক তারিক আহমেদ দারকে বরখাস্ত করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি বারামুল্লা জেলার সোপোর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে এই দুই চিকিৎসকের বিরুদ্ধে। খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সরকার ব্যবস্থা নিতে বাধ্য হয়। স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রী সাকিনা ইতু দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছেন। স্বাস্থ্য সচিব সৈয়দ আবিদ রশিদ শাহ জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য চিকিৎসকদের বরখাস্ত করা হয়েছে। ওই বেসরকারি হাসপাতালের নাম হাকিম সোনাউল্লাহ হাসপাতাল। অভিযুক্ত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই হাসপাতালের অপারেশন থিয়েটারটিও সিল থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব।
যদিও এই ঘটনায় চিকিৎসকদের কোনও মন্তব্য পাওয়া যায়নি। সোপোর ব্লক মেডিক্যাল অফিসার ডাঃ জুলফিকার নবি জানান, অপারেশন থিয়েটারের ভিতরে আসলে কী ঘটেছিল? তা জানতে তদন্ত করা হচ্ছে। এর তদন্তির জন্য ইতিমধ্যে একটি টিম গঠন করা হয়েছে। তাতে রয়েছেন তিনজন সদস্য। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে। ঘটনায় হিন্দুস্তান টাইমসের তরফে বেশ কয়েকবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে যোগাযোগ সম্ভব হয়নি।