বাংলা নিউজ > ঘরে বাইরে > জম্মুর টোল প্লাজায় সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ, খতম ৪ জঙ্গি

জম্মুর টোল প্লাজায় সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ, খতম ৪ জঙ্গি

বৃহস্পতিবার ভোর থেকে জম্মু-শ্রীনগর হাইওয়ের ূান টোল প্লাজায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই চলে সন্ত্রাসবাদীদের। ছবি: রয়টার্স।

জম্মু জেলার নাগ্রোটা এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ এ পর্যন্ত ৪ সন্ত্রাসবাদী খতম হয়েছে।

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের জম্মু জেলার নাগ্রোটা এলাকায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ এ পর্যন্ত ৪ সন্ত্রাসবাদী খতম হয়েছে। 

এ দিন ভোর ৫টা থেকে নাগ্রোটার বান অঞ্চলে জাতীয় সড়কের উপরে থাকা টোল প্লাজার কাছে নিরাপত্তাবাহিনীকে নিশানা করে গুলি চালায় জঙ্গিরা। তারা একটি গাড়ির ভিতরে লুকিয়ে ছিল বলে জানিয়েছেন জম্মুর পুলিশ প্রধান এসএসপি শ্রীধর পাটিল। 

সংঘর্ষের কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। নাগ্রোটা ও উধমপুরের টিলটিং এলাকায় সমস্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। 

এ দিনের সংঘর্ষের সঙ্গে গত জানুয়ারি মাসে পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ বাহিনীর উপরে এই বান টোল প্লাজার কাছেই সন্ত্রাসবাদীদের হামলার তুলনা টেনেছেন সিআরপিএফ মুখপাত্র শিবনন্দন সিং। তাঁর দাবি, এ দিন গাড়িতে সওয়ারি হয়েই টোল প্লাজায় পৌঁছয় জঙ্গিরা।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এ দিনের সংঘর্ষে লিপ্ত হয় ৩-৪ জন সন্ত্রাসবাদী। অভিযানে পরে যোগ দিয়েছে সেনা বাহিনীও, জানিয়েছেন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ।

বন্ধ করুন