বাংলা নিউজ > ঘরে বাইরে > গলা টিপে ধরলেন দুধের শিশুর, আছড়ে ফেলে দিলেন, ভিডিয়ো ভাইরাল হতে গ্রেফতার মা

গলা টিপে ধরলেন দুধের শিশুর, আছড়ে ফেলে দিলেন, ভিডিয়ো ভাইরাল হতে গ্রেফতার মা

নৃশংসভাবে শিশুটিকে মারধর করেন ওই ‘মা’। ছবি: টুইটার (Twitter)

আশ্চর্যজনক বিষয়টি হল, তাঁর সামনে পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। কিন্তু তাঁদের ওই মহিলাকে বিশেষ বাধা দিতে দেখা যায়নি। শেষের দিকে অবশ্য একজন বাধা দেন।

শিশুকে নির্দয়ভাবে মারধর করছেন মা। এমনই এক ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মঙ্গলবার ভিডিয়োর সেই মহিলাকে গ্রেফতার করল পুলিশ।

জম্মুর সাম্বা জেলার ঘটনা। এক মাস আগে ওই মহিলার শিশুকে মারধর করার ভিডিয়ো প্রকাশ্যে আসে।

পুলিশি তদন্তে ওই মহিলাকে শানাক্ত করা হয়। অভিযুক্তের নাম প্রীতি শর্মা। সাম্বা জেলার উচ্চ কামিলা পুর এলাকার বাসিন্দা।  

ভিডিয়োতে দেখা যাচ্ছে, নয় মাসের ছোট্ট একটি শিশু কাঁদছে। মহিলার কোলে শুয়ে শিশুটি। হঠাত্ই তেলে-বেগুনে জ্বলে ওঠেন ওই মহিলা। তারপরেই রীতিমতো গলা চেপে ধরেন দুধের শিশু। এরপর, আরও অবর্ণনীয়ভাবে মারধর করেন ছোট্ট শিশুটিকে। 
 আশ্চর্য জনক বিষয়টি হল, তাঁর সামনে পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। কিন্তু তাঁদের ওই মহিলাকে বিশেষ বাধা দিতে দেখা যায়নি। শেষের দিকে অবশ্য একজন বাধা দেন। 

viewer discretion advised

আরও পড়ুন : Smartphones under 8,000: সস্তায় সেরা ৩টি স্মার্টফোন, না দেখলে পস্তাবেন

'আইনের প্রাসঙ্গিক ধারায় মহিলার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,' জানিয়েছে পুলিশ।  শিশুটিকে তার বাবার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

বন্ধ করুন