World's Best Passport Ranking: ভারতের পাসপোর্টধারী... more
World's Best Passport Ranking: ভারতের পাসপোর্টধারী ব্যক্তি মোট ৫৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। (২০২২ সালে সংখ্যাটি ৬০ ছিল)। সমান অবস্থানে রয়েছে মৌরিতানিয়ান এবং উজবেকিস্তানের পাসপোর্ট। সেগুলিও ভারতের পাসপোর্টের মতোই শক্তিশালী।
1/5বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের। কেন জানেন? কারণ সেই একটি পাসপোর্টের মাধ্যমেই ১৯৩টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার মেলে। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৩-এ বিশ্বের সেরা পাসপোর্টের তালিকায় প্রথম স্থান দেওয়া হয়েছে জাপানকে। ফাইল ছবি: পিক্সাবে (Pixabay)
2/5জাপানের পরেই স্থান এশিয়ার আরও দুই দেশের -সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। সেই পাসপোর্ট দিয়ে ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া যায়। টেবিল: মিন্ট (Pixabay)
3/5তারপরে ৩ নম্বরে রয়েছে জার্মানি ও স্পেন। এই দুই ইউরোপীয় দেশের পাসপোর্টের মাধ্যমে ১৯০টি দেশে ভিসামুক্ত ভ্রমণের অধিকার মেলে। টেবিল: মিন্ট (Pixabay)
4/5অন্যদিকে, তুলনাস্বরূপ, ভারতের পাসপোর্টধারী ব্যক্তি মোট ৫৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। (২০২২ সালে সংখ্যাটি ৬০ ছিল)। সমান অবস্থানে রয়েছে মৌরিতানিয়ান এবং উজবেকিস্তানের পাসপোর্ট। সেগুলিও ভারতের পাসপোর্টের মতোই শক্তিশালী। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Pixabay)
5/5ভারতের অবস্থান আগের তুলনায় ২ ঘর এগিয়েছে। এর আগে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারতের অবস্থান ছিল ৮৭। সেখান থেকে বেড়ে ৮৫-তে পৌঁছেছে। টেবিল: হিন্দুস্তান টাইমস (Pixabay)