নজিরবিহীন নির্দেশিকা জারি করল জাপানের একটি চিড়িয়াখানা। এবার থেকে আর ওই চিড়িয়াখানায় একা কোনও পুরুষ দর্শক প্রবেশ করতে পারবেন না। সঙ্গে কোনও মহিলা বা পরিবার থাকলে তবেই কোনও চিড়িয়াখানায় প্রবেশ করা যাবে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের এই নির্দেশিকাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এই চিরিখানার নাম হল ‘হিলিং প্যাভিলিয়ন’। সেটি জাপানের কান্টো অঞ্চলের তোচিগি প্রিফেকচারে অবস্থিত।
আরও পড়ুন : এই দেশের চিড়িখানায় ঢেলে বিক্রি হচ্ছে বাঘের প্রস্রাব, আপনিও কিনতে চাইতে পারেন
অভিযোগ উঠেছে, পুরুষ দর্শকদের কাছে ক্রমাগত হয়রানির শিকার হচ্ছিলেন চিড়িয়াখানার মহিলা কর্মীরা। সেই কারণে চিড়িয়াখানা প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এই নির্দেশিকার বিষয়টি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। নেটিজেনদের অনেকেই যেমন সমালোচনা করেছেন আবার অনেকে সমর্থনও করেছেন।
উল্লেখ্য, হিলিং প্যাভিলিয়ন হল তোচিগির একটি বিখ্যাত চিড়িয়াখানা। এখানে দর্শনার্থীরা প্রাণীদের স্পর্শ করতে পারেন, তাদের খাওয়াতে এবং তাদের সঙ্গে সময় কাটাতে পারেন। তবে অভিযোগ উঠেছে কিছু একাকী পুরুষ দর্শক চিড়িয়াখানার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তারপরেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
জানা যায়, এই চিড়িয়াখানাটি গত বছরের মার্চ মাসে শুরু হয়েছিল। এই চিড়িয়াখানার লক্ষ্য হল প্রাণীদের সঙ্গে সংস্পর্শে এসে মানুষের মানসিক স্বাস্থ্য উন্নত করা। তাই, এখানে আসা দর্শকরা তাদের সঙ্গে পৌষ্য প্রাণীদেরও নিয়ে যেতে পারেন। সময় কাটানোর জন্য চিড়িয়াখানার ভিতরে একটি পৃথক পার্কও রয়েছে।
চিড়িয়াখানার পরিচালক মিসা মামা গত ২৬ জানুয়ারী একা পুরুষ দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করার কথা ঘোষণা করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, এক পুরুষ দর্শকের চিড়িয়াখানায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। চিড়িয়াখানার প্রবেশপথে একটি নোটিশও টাঙানো হয়েছে। মিসা মামা বলেন, যে চিড়িয়াখানার সূচনা থেকেই বেশিরভাগ দর্শক ছিলেন পরিবার বা দম্পতি। কিন্তু, সম্প্রতি এখানে আসা একা পুরুষ দর্শকরা মহিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। তিনি বলেন, পুরুষদের প্রতি তাঁর কোনও পক্ষপাত নেই, কিন্তু একজন পরিচালক হিসেবে চিড়িয়াখানা সুষ্ঠু পরিচালনার জন্য তাঁকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।