নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) আদৌ মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে রয়েছে? নাকি নেই? কারণ, রাজ্য সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার নিয়ে জেডি(ইউ) রাজ্য নেতৃত্ব যা বলছে, তার সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য মিলছে না!
উল্লেখ্য, বুধবার জেডি(ইউ) রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে মণিপুরের নবনিযুক্ত রাজ্যপাল অজয় কুমার ভালকে চিঠি লিখে জানানো হয়, মণিপুর সরকারের উপর থেকে তারা সমর্থন তুলে নিচ্ছে। তাই, এবার থেকে যেন মণিপুরের একমাত্র জেডি(ইউ) বিধায়ক মহম্মদ আবদুল নাসিরকে বিরোধী বিধায়ক হিসাবে গণ্য করা হয়।
এবং এরপর থেকে নাসির যে মণিপুর বিধানসভায় বিরোধী শিবিরের আসনে বসবেন, তাও ওই চিঠিতে জানিয়ে দেওয়া হয়। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে মণিপুরে জেডি(ইউ)-এর এই ভোলবদল নিয়ে কাটাছেঁড়া শুরু হতে না হতেই সামনে এল নয়া খবর। আর সেটা এসেছে জেডি(ইউ)-এর কেন্দ্রীয় নেতৃত্বের তরফে।
তাদের বক্তব্য, মণিপুরে এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন নেতৃত্বাধীন সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের কোনও ঘটনা ঘটেইনি! দলের রাজ্য শাখার প্রধানের তরফে যে চিঠি রাজ্যপালকে জমা করা হয়েছে, সে সম্পর্কে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে নাকি আগে থেকে কিছুই জানানো হয়নি! এবং দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য শাখার এই সিদ্ধান্ত অনুমোদন করে না!
ফলে মণিপুরে এই নীতীশ কুমারের অবস্থান ঠিক কী, সেটাই বোঝা যাচ্ছে না। যদিও জেডি(ইউ)-এর জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, রাজ্যপালকে জমা করা ওই চিঠি আদতে 'বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন'!
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া প্রশ্নের উত্তরে প্রসাদ জানান, 'দল এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। এমন আচরণের জন্য ইতিমধ্য়েই জেডি(ইউ)-এর ওই রাজ্য সভাপতিকে অপসারিত করা হয়েছে।...'
রাজীব রঞ্জন প্রসাদ আরও বলেন, 'আমরা এনডিএ-কে সমর্থন করেছিলাম। এবং মণিপুরে তাদের প্রতি, রাজ্য সরকারের প্রতি আমাদের এই সমর্থন বহাল থাকবে। মণিপুরে আমাদের দলের রাজ্য নেতৃত্ব বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কোনও কথাই বলেনি। তাদের এই বিষয়ে কোনও অনুমোদনও দেওয়া হয়নি। ওই চিঠি দলের রাজ্য সভাপতি নিজের দায়িত্বে লিখেছেন। আমরা তাঁর এই আচরণ শৃঙ্খলাভঙ্গ হিসাবে দেখছি। তাঁর বিরুদ্ধে এর জন্য ব্যবস্থাও নেওয়া হবে।'
প্রসাদ অত্যন্ত জোর দিয়ে জানান, জেডি(ইউ) এনডিএ-তে ছিল, আছে এবং থাকবে। এবং দলের রাজ্য শাখা মণিপুরের উন্নয়নে রাজ্য সরকারের সঙ্গে একযোগে কাজ করবে।