এনডিএ থেকে বেরিয়ে এসেছে জেডিইউ। বিহারে ইতিমধ্যেই পালাবদল ঘটেছে। বিহারে আরজেডি, কংগ্রেসের সঙ্গে মিলে সরকার গঠন করেছে জেডিইউ। এদিকে মণিপুরেও বিজেপির সঙ্গে জোট বেঁধে ডেজিইউ সরকারে ছিল। সেই রাজ্যে জেডিইউ এখন তৃতীয় বৃহত্তম দল। এই আবহে তাঁরা সরকারের থেকে নিজেদের সমর্থন প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করছে বলে জানা গিয়েছে। তবে বিহারের মতো মণিপুরে এই জোট ভাঙার কারণে সরকার বদল হবে না।
মণিপুরে বিজেপি সর্ববৃৎ দল মণিপুরে। তাদের ঝুলিতে ৩২ আসন রয়েছে। এদিকে জেডিইউ-র ঝুলিতে ৬টি আসন রয়েছে। এর আগে ২০০০ সালে এই রাজ্যে প্রথমবারের মতো খাতা খুলেছিল জেডিইউ। ২০২১ সালের নির্বাচনে এই রাজ্যে সবচেয়ে ভালো ফল করে নীতীশের দল। এই আবহে জেডিইউ-র মণিপুর ইউনিটের প্রধান কশ বীরেণ সিং বলেন, ‘আমরা সরকারি ভাবে সরকারের থেকে সমর্থন প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করব শীঘ্রই। কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।’
পটনায় আগামী ৩ থেকে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জেডিইউ-র জাতীয় এক্সিকিউটিভের বৈঠক। সেখানে উপস্থিত থাকবেন মণিপুর জেডিইউ-র নেতৃত্ব। দলের সব বিধায়করাও সেখানে উপস্থিত থাকবেন। এদিকে জেডিইউ আনুষ্ঠানিক ভাবে বিজেপির সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করলে এন বীরেণ সিংয়ের সরকারের কাছে ৪৯ বিধায়কের সমর্থন থাকবে। সরকার বাঁচাতে তা যথেষ্ঠ। তবে এরই মধ্যে মণিপুর বিজেপিতে ভাঙন ধরাতে শুরু করেছে জেডিইউ। প্রাক্তন বিজেপি মণিপুর কার্যনির্বাহী সদস্য এবং নিমাইচাঁদ লুওয়াং সোমবার নিজের সমর্থকদের নিয়ে ইম্ফল অফিসে জেডিইউ-তে যোগ দিয়েছেন।