আদানি পরিবারের ছোট ছেলে জিতের বিয়ে ঘিরে পরিবার মেতে উঠেছে উৎসবের মেজাজে। ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ছিল প্রি-ওয়েডিং। আর ৭ ফেব্রুয়ারি, ২০২৫-এ জিত আদানি ও দিভা জেমিনাইন শাহ বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছে। জানা যাচ্ছে, প্রি ওয়েডিং এ ইতিমধ্যেই ভাঙড়ায় মেতে ছিলেন জিত ও দিভা। দেখে নেওয়া যাক, বিয়ের আসর ঘিরে কিছু দিক।
প্রি-ওয়েডিং এ ভাঙড়া… গানে মাতিয়েছেন ডালের মেহেন্দির পুত্র!
জিত ও ডিভার প্রি ওয়েডিং এ ভাঙড়ার আসর জমেছিল আদানি-শাহ পরিবারে। আসর মাতিয়ে রাখেন বিখ্যাত গায়ক ডালের মেহেন্দির ছেলে গুরদীপ মেহেন্দি। ‘ঢোল বাজে ঢম ঢম’র তালে ভাঙড়ায় মাতিয়ে রাখেন গুরদীপ। ঐতিহ্যবাহী পোশাকে এই আসরে দেখা যায় গুরদীপের সঙ্গে নাচের তালে মেতে উঠছেন জিত ও ডিভা।
বিয়ের আসর কখন থেকে শুরু?
গত ১৪ মার্চ জিত আদানির সঙ্গে ডিভা শাহের বাগদান পর্ব সম্পন্ন হয়। এবার বিয়ের পালা। ৭ ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২ টো থেকে বিয়ের পর্বের আসর শুরু হবে বলে খবর। জানা যাচ্ছে, গোটা বিয়ের পর্ব, জৈন-গুজরাটি পরম্পরা মেনে হবে। এই বিয়েতে প্রথম থেকেই ঐতিহ্য ও পরম্পরাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
কতজন আমন্ত্রিত? আসছেন কি VVIPরা?
ভারতের তাবড় শিল্পপতি আদানি গ্রুপ চেয়ারম্যান গৌতম আদানির পুত্রের বিয়ে, ফলে স্বভাবতই বিয়ের আমন্ত্রিতের তালিকার দিকে সকলের নজর। কৌতূহল রয়েছে, রাজনৈনতিক মহল থেকে শুরু করে বলিউডের কোন কোন তারকারা আসতে পারেন জিত-দিভার বিয়েতে? সংবাদসংস্থা এএনআই বলছে, কোনও VIPর আসার খবর নেই এই বিয়েতে। শুধুমাত্র পরিবারের সদস্যরাই বিয়ের আসরে থাকছেন বলে খবর। বিয়েতে আমন্ত্রিতের সংখ্যা ৩০০ বলে জানা গিয়েছে।
বিয়ে কোথায় হচ্ছে?
জানা গিয়েছে, বিয়ের আসর বসছে গুজরাটের আমেদাবাদে। কিছুদিন আগেই, প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়েছিল আদানি পরিবার। সেখানেই গৌতম আদানি জানান, ঐতিহ্য মেনে এই বিয়ে হবে খুবই সাধারণভাবে। জানা যাচ্ছে, বিয়ে ঘিরে তুমুল জাঁকজমক দেখা নাও যেতে পারে।
কে হচ্ছেন আদানির ছোট পুত্রবধূ?
দিভা জেমিনাইন শাহ, সুরাতের এক হিরে ব্যবসায়ীর কন্যা। তাঁদের ব্যবসা সুরাত ও মুম্বইতে রয়েছে। দিভার বাবা জেমিনাইন শাহ বহু দিন ধরে এই ব্যবসায় রয়েছেন। ব্যবসার শুরু ১৯৭৬ সালে। ব্যবসার প্রতিষ্ঠাতা চিনু দোশি ও দিনেশ শাহ।