ব্লু অরিজিনের মহাকাশযানে করে মহাকাশে পাড়ি দিয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোস। এই যাত্রার জন্যে তিনি অ্যামাজন কর্মীদের এবং গ্রাহকদের ধন্যবাদ জানিয়েছে তাঁর এই যাত্রার 'টাকার যোগান' দেওয়ার জন্যে। আর এর জেরে পালটা কটাক্ষের শিকার হতে হল অ্যামাজনের প্রতিষ্ঠাতাকে। এরই মাঝে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন জেফ। তাতে দেখা যায়, মাধ্যাকর্ষণবিহীন মহাকাশে মহাকাশযানে ডিগবাজি খাচ্ছেন বেজোস। সঙ্গে ছিলেন ব্লু অরিজিনের অন্য নভোচারীরাও।
১০ মিনিট মহাকাশে ঘুরে পৃথিবীতে ফিরে আসার পর বেজোস দাবি করেন, 'আমার জীবনের সেরা দিন!' জানান, অ্যামাজনের কর্মী ও গ্রাহকদের জন্যই সফল হয়েছে তাঁর মহাকাশ যাত্রা। এরপর তাঁর মহাকাশ সফর নিয়ে নানা মহলে সমালোচনার মুখে পড়তে হয়েছে বেজোসকে। তিনি বলেন, 'আমি অ্যামাজনের প্রত্যেক কর্মী, প্রত্যেক গ্রাহককে ধন্যবাদ জানাতে চাই। কারণ আপনাদের অর্থেই এই সফর করতে পারলাম।'
যদিও সংস্থার কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে কর্মীদের। তাঁদের অভিযোগ, কর্মীদের যথাযথ বিরতি নেওয়ার সময় দেওয়া হয় না এবং কাজের পরিবেশও সুরক্ষিত নয়। চলতি বছরের শুরুর দিকে আলাবামার অ্যামাজন ওয়্যার হাউসে কর্মী সংগঠন তৈরি করার চেষ্টা করা হলেও, তা হতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বেজোসই দশকের পর দশক ধরে কর্মী সংগঠন তৈরির প্রচেষ্টাকে প্রতিহত করে রেখেছেন বলে অভিযোগ করেছেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টনের সময়ের শ্রম সচিব রবার্ট রিচ। বেজোসের ধন্যবাদজ্ঞাপনের পর তিনি টুইটারে লিখেছেন, 'জেফ বেজোসের অ্যামাজনের কর্মীদের ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। তাঁরা শুধু চান সংগঠন তৈরির প্রচেষ্টা যেন না আটকানো হয় এবং নিজেদের যোগ্যতা মতো বেতন পেতে চান তাঁরা।'
আয়কর না দেওয়া নিয়েও বেজোসের সমালোচনায় মুখর হয়েছেন অনেকে। তাঁর মহাকাশ সফরের অর্থ কোথা থেকে এল তা নিয়েও প্রশ্ন উঠেছে। কোনও বিজ্ঞানচর্চার কার্যসাধন নয়, শুধুমাত্র ঘুরতে মহাকাশ সফরের এই প্রয়োজনীয়তা কী ছিল, তা নিয়েও অ্যামাজন কর্তাকে কটাক্ষ করতে ছাড়েননি অনেকে।