অনিবার্য কারণে অষ্টম এবং নবমের বোর্ড পরীক্ষা স্থগিত করল ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিল (জেএসি)। পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা স্থগিত করার কথা জানানো হয়েছে। উল্লেখ্য, অষ্টমের বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী ২৮ জানুয়ারি। অন্যদিকে, নবম শ্রেণির বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল ২৯ জানুয়ারি। ওই দিনগুলিতে পরীক্ষা হবে না বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন পরীক্ষার তারিখ দ্রুত ঘোষণা করা হবে অফিসিয়াল ওয়েবসাইট jacexamportal.in-এ।
আরও পড়ুন: ঝাড়খণ্ডে দশম-দ্বাদশের বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল JAC
কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে?
কাউন্সিলের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘এতদ্বারা অষ্টম এবং নবমের ছাত্রছাত্রীদের, তাদের অভিভাবকদের, সংশ্লিষ্ট স্কুলের অধ্যক্ষ এবং কর্মকর্তাদের অবহিত করা হচ্ছে যে আগামী ২৮ জানুয়ারি অষ্টম শ্রেণির পরীক্ষা এবং ২৯ জানুয়ারি নবমের পরীক্ষা ছিল। তবে অনিবার্য কারণে ৩০ জানুয়ারি পর্যন্ত এইসব পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে। এই পরীক্ষাগুলির জন্য দ্রুতই নতুন সময়সূচি জানানো হবে।’ একইসঙ্গে,জেএসি পরীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদের নির্দেশ দিয়েছে, কাউন্সিল যে সমস্ত পরীক্ষা-সম্পর্কিত উপকরণ সরবরাহ করেছে সেগুলি নিরাপদে সংরক্ষণ করতে হবে।
কিছুদিন আগেই কাউন্সিল এই দুই শ্রেণির পরীক্ষার সময় ঘোষণা করেছিল। সময়সূচি অনুযায়ী, পরীক্ষা দুটি পৃথক শিফটে হবে। প্রথম শিফটে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটে দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। জেএসি নবমের পরীক্ষার অ্যাডমিট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরবরাহ করবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই দুই শ্রেণিতে ৫০ নম্বরের বোর্ড পরীক্ষা হবে। পরীক্ষার্থীরা উত্তর বেছে নিতে পারবেন। স্কুলগুলি হাতে থাকবে ১০০ নম্বর। অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে এই নম্বর দেবে স্কুল। আরও বিস্তারিত জানার জন্য, জেএসি’র অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। নবমের অ্যাডমিট ওয়েবসাইট থেকে পড়ুয়াদের ডাউনলোড করতে বলা হয়েছে। এছাড়া, পরীক্ষা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য নিয়মিত ওয়েবসাইটে নজর রাখতে বলেছে পর্ষদ। তবে কাউন্সিলের এমন বিজ্ঞপ্তিতে উষ্মা প্রকাশ করেছেন বহু অভিভাবক।