বাংলা নিউজ > ঘরে বাইরে > Jharkhand: মুখ্যমন্ত্রীর গদি টলমল, বিলাসবহুল রিসর্টে নিয়ে যাওয়া হল তিন ডজন MLAকে

Jharkhand: মুখ্যমন্ত্রীর গদি টলমল, বিলাসবহুল রিসর্টে নিয়ে যাওয়া হল তিন ডজন MLAকে

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। (ANI Photo) (Somnath Sen )

এক কংগ্রেস নেতা জানিয়েছেন, ৫০টি মতো ঘর বুক করা হয়েছে। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রসঙ্গত গত বছর অসম বিধায়নসভা ভোটের আগেও বোরোল্যান্ড পিপসল ফ্রন্টের বিধায়কদেরও এই রিসর্টে আনা হয়েছিল। এবার সেখানেই গেলেন ঝাড়খণ্ডের শাসকদলের বিধায়করা।

ঋতেশ মিশ্র ও বিশাল কান্ত

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর গদি টলমল অবস্থা। আর সেই পরিস্থিতিতে মঙ্গলবার বিকালে শাসকদলের বিধায়কদের ছত্তিশগড়ের রায়পুরের বিলাসবহুল রিসর্টে রাখা হল। অবৈধভাবে খাদানের ইজারা সংক্রান্ত অভিযোগে মহা বিপাকে পড়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই পরিস্থিতিতে এবার নানা কৌশল নিচ্ছে শাসক শিবির।

২৫ অগস্ট নির্বাচন কমিশন রাজ্যপালের কাছ থেকে মতামত পাওয়ার পরে রাজভবনে সুপারিশ পাঠায়। মনে করা হচ্ছে হেমন্তের সেখানে বিধায়ক পদ খারিজ করার সুপারিশ করা হয়েছে। আর তারপরই নড়েচড়ে বসে হেমন্তের মন্ত্রিসভা।

শাসক জোটের বিধায়করা রায়পুরের স্বামী বিবেকানন্দ এয়ারপোর্টে আসেন বিকাল ৫ট৩ ৪৫ মিনিট নাগাদ। এরপর তিনটি লাক্সারি বাসে তাঁরা মেফেয়ার গল্ফ রিসর্টে চলে যান।

সূত্রের খবর, সব মিলিয়ে ৩২জন বিধায়ক ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রয়েছেন। ১৯জন জেএমএম ও ১৩জন কংগ্রেস বিধায়ক ওই দলে রয়েছেন।

এদিকে এদিন বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সব পরিস্থিতির জন্য দল তৈরি রয়েছে। কোনওটাই অপ্রত্যাশিত নয়, কোনও দুর্ভাগ্যজনক ঘটনাও হয়নি। সমস্ত কিছুর জন্য় আমরা তৈরি। কৌশল মেনেই সব হচ্ছে, আগামীদিনেও হবে। আমরা বিরোধীদের জবাব দেব।

এদিকে মুখ্যমন্ত্রী ওই বিধায়কদের সঙ্গে যোগ দেবেন কি না সেই প্রসঙ্গে তিনি বলেন, এনিয়ে পরে জানতে পারবেন।

এক কংগ্রেস নেতা  জানিয়েছেন, ৫০টি মতো ঘর বুক করা হয়েছে। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রসঙ্গত গত বছর অসম বিধায়নসভা ভোটের আগেও বোরোল্যান্ড পিপসল ফ্রন্টের বিধায়কদেরও এই রিসর্টে আনা হয়েছিল। এবার সেখানেই গেলেন ঝাড়খণ্ডের শাসকদলের বিধায়করা।  

বন্ধ করুন