বাংলা নিউজ > ঘরে বাইরে > আরও এক রাজ্য হাতছাড়া বিজেপির, মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত সোরেন
দলের সমর্থকদের সঙ্গে ঝাড়খণ্ডের জয়ের মূল কান্ডারী (ছবি সৌজন্য পিটিআই)

আরও এক রাজ্য হাতছাড়া বিজেপির, মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত সোরেন

কিংমেকার নন, ঝাড়খণ্ডের কিং হলেন হেমন্ত সোরেন। তিনিই মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

সকালে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। দুপুর পর্যন্ত ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা (জেএমএম) জোট এগিয়ে থাকলেও পাল্লা দিচ্ছিল বিজেপিও। এরইমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রচারিত হল জেএমএম নেতা হেমন্ত সোরেনের সাইকেল চড়ার ভিডিয়ো। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল, কিংমেকার নন, বরং তিনিই হতে চলেছেন ঝাড়খণ্ডের কিং। রাতের দিকে তাতে সিলমোহর পড়ল।

পরিসংখ্যান অনুযায়ী, বিজেপি ২৫টি আসনে জিতেছে। ২০১৪ সালের থেকে তাদের কমেছে ১২ আসন। অন্যদিকে, জেএমএম জোটের দখলে এসেছে ৪৭ আসন। তিনটি পেয়েছে জেভিএম(পি) ও ৬টি আসন গিয়েছে অনান্যদের দখলে। সবথেকে উল্লেখযোগ্য, যতগুলি আসনে লড়েছিল জেএমএম তার ৭০ শতাংশতেই জিতেছে হেমন্ত সোরেনের দল।

কিন্ত, আদতে প্রমাণিত হল মোদী ঝড়ে ভর করে লোকসভা ভোটে উতরানো গেলেও বিধানসভা ভোটে বিজেপিকে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় বিষয়ের উপর জোর দিতে হবে।

23 Dec 2019, 09:20:07 PM IST

৫৭টি আসনে এখনও পর্যন্ত ফল ঘোষণা

এখনও পর্যন্ত ৫৭ টি আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে। জেএমএম জোট ৩৪টি আসনে জিতেছে। ১৮ টি আসনে জয়ী বিজেপি। তিনটি আসনে জয়লাভ করেছে অনান্য দলগুলি।

23 Dec 2019, 08:19:15 PM IST

ইস্তফা রঘুবরের

ইস্তফা দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস

23 Dec 2019, 06:29:34 PM IST

এটা আমার পরাজয়, বিজেপির নয়, বললেন রঘুবর

বিদায়ি মুখ্যমন্ত্রী রঘুবর দাস : এটা আমার পরাজয়, বিজেপির নয়।

23 Dec 2019, 06:22:14 PM IST

পারিবারিক দুর্গ রক্ষা হেমন্ত সোরেনের

দুমকায় জিতলেন হেমন্ত সোরেন। ১৩১৮৮ ভোটে বিজেপি প্রার্থী লুইস মারান্ডিকে হারিয়েছেন তিনি। গোমিয়া আসনে জিতলেন আজসু প্রার্থী লাম্বাডার মাহাতো। দুমরিতে জিতেছেন জেএমএম প্রার্থী জগরনাথ মাহাতো। মাঝগাঁওতে জিতেছেন জেএমএমের লনিরল পার্তি। মনোহরপুরে জয়ী জেএমএম প্রার্থী জবা মাঝি। চন্দনক্যারি আসনে জিতছেন বিজেপি প্রার্থী অমর কুমার। জগন্নাথপুরে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সোনারাম সিঙ্কু।

23 Dec 2019, 05:10:41 PM IST

জনাদেশের জন্য ঝাড়খণ্ডের মানুষের কাছে ধন্য, বললেন হিমন্ত সোরেন

হেমন্ত সোরেন : জনাদেশের জন্য ঝাড়খণ্ডের মানুষের কাছে ধন্য। আমাকে সমর্থন ও বিশ্বাস করার জন্য লালুজি, সোনিয়াজি, রাহুলজি, প্রিয়ঙ্কাজি ও সব কংগ্রেস নেতাকে ধন্যবাদ জানাতে চাই। আজ রাজ্যের নতুন অধ্যায় শুরু হবে। আমি আশ্বস্ত করতে চাই, ধর্ম-বর্ণ-পেশা-জাতির ভিত্তিতে কারোর আশাভঙ্গ করা হবে না।

23 Dec 2019, 04:37:30 PM IST

খুন্তিতে জয়ী বিজেপি

খুন্তি আসনে জিতলেন বিজেপি প্রার্থী নীলকান্ত সিং মুন্ডা। জেএমএম প্রার্খী সুশীল পাহানকে ২৬,৩২৭ ভোটে হারালেন তিনি।

23 Dec 2019, 04:33:56 PM IST

এখনও আশাবাদী, বললেন রঘুবর দাস

বিদায়ি মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেন, আমি আশাবাদী যে ফলাফল আমাদের পক্ষে যাবে। চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছি। জনাদেশ মেনে নেবে বিজেপি।

23 Dec 2019, 04:17:27 PM IST

তোরপা আসনে জয়ী বিজেপি প্রার্থী

তোরপা আসনে জিতলেন বিজেপি প্রার্থী কোচে মুন্ডা। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুদীপ গুইরাকে ৯,৬৩০ ভোটে হারান তিনি।

23 Dec 2019, 04:10:02 PM IST

বাবার সঙ্গে দেখা ছেলে হেমন্তের

জেএমএম প্রধান শিবু সোরেনর সঙ্গে দেখা করলেন ছেলে হেমন্ত।

23 Dec 2019, 04:08:30 PM IST

কংগ্রেস জোটকে অভিনন্দন মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন,জয়ের জন্য হেমন্ত সোরেনজি, আরজেডি ও কংগ্রেসকে অভিনন্দন। নিজেদের আকাঙ্খা পূরণের জন্য মানুষ আপনাদের উপর ভরসা করেছেন। ঝাড়খণ্ডের ভাইবোনেদের শুভ কামনা। সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি বিরুদ্ধে প্রতিবাদের সময় ভোট হয়েছিল। এটা নাগরিকের পক্ষে রায়।

23 Dec 2019, 04:04:13 PM IST

অ্যাডভান্টেজ কংগ্রেস জোট

সরকার গড়ার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেল কংগ্রেস জোট। ৪৭ টি আসনে এগিয়ে তারা। ২৩টি আসনে এগিয়ে বিজেপি। তিনটি আসনে এগিয়ে জেভিএম ও আটটি আসনে এগিয়ে অনান্যরা।

23 Dec 2019, 12:34:29 PM IST

নিশ্চিত ছিলাম, আমাদের জোটকেই সংখ্যাগরিষ্ঠতা দেবে ঝাড়খণ্ড, বললেন কংগ্রেস নেতা

ঝাড়খণ্ডে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত আরপিএন সিং বলেন, আমরা নিশ্চিত ছিলাম যে আমাদের জোটকেই সংখ্যাগরিষ্ঠতা দেবে ঝাড়খণ্ড। প্রাথমিক ট্রেন্ড খুব ভালো। তবে চূড়ান্ত ফলাফল পর্যন্ত কিছু বলব না।

23 Dec 2019, 11:50:38 AM IST

বিজেপির নেতৃত্বেই ঝাড়খণ্ডে সরকার গঠিত হবে, বললেন বিদায়ি মুখ্যমন্ত্রী

রঘুবর দাস বলেন, সবে কয়েকটি রাউন্ডের গণনা হয়েছে। এখনও অনেক রাউন্ডের গণনা বাকি। এখন প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়। কয়েকটি জায়গায় হয়ত মেরুকরণ হয়েছে। সন্ধ্যায় রাঁচিতে সাংবাদিক বৈঠকে যা বলার বলব। আমি নিশ্চিত, আমি জিতছি। আর বিজেপির নেতৃত্বেই ঝাড়খণ্ডে সরকার গঠিত হবে।

23 Dec 2019, 11:44:00 AM IST

ধানওয়ারে এগিয়ে বাবুলাল মারান্ডি

ধানওয়ার আসনে ৫,৯৮০ ভোটে এগিয়ে জেভিএম(পি) প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি।

23 Dec 2019, 11:41:24 AM IST

১,৪৪৯ ভোটে এগিয়ে রঘুবর

জামশেদপুর-পূর্বে ১,৪৪৯ ভোটে এগিয়ে বিদায়ি মুখ্যমন্ত্রী রঘুবর দাস।

23 Dec 2019, 11:39:53 AM IST

বারহাইতে এগিয়ে, দুমকায় পিছিয়ে হেমন্ত

বারহাইতে ৫,৩১৯ ভোটে এগিয়ে রয়েছেন হেমন্ত সোরেন। দুমকায় ৫,৩৮১ ভোটে পিছিয়ে রয়েছেন তিনি।

23 Dec 2019, 11:12:51 AM IST

বাগোদারে এগিয়ে সিপিআই(এম)

বাগোদারে ২,০০০-এর বেশি ভোটে এগিয়ে সিপিআই(এম)। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।

23 Dec 2019, 11:10:02 AM IST

মুখ্যমন্ত্রী হবেন হেমন্ত সোরেন, বললেন আরজেডি নেতা তেজস্বী

আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, এই নির্বাচনে মহাগঠবন্ধন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। হেমন্ত সোরেনের নেতৃত্বে আমরা নির্বাচনে লড়াই করেছি। তিনিই মুখ্যমন্ত্রী হবেন।

23 Dec 2019, 11:04:01 AM IST

প্রত্যাশামতো ফল হয়নি, বললেন জেভিএমের বাবুলাল মারান্ডি

বাবুলাল মারান্ডি বলেন, প্রত্যাশা অনুযায়ী আমাদের ফল হয়নি। আমরা জনতার রায় স্বীকার করব। জনতার রায় অনুযায়ী আমরা কাজ করব। ফলাফল পুরো আসুক। তারপর আমরা আলোচনা করব ও কী করা হবে তা ঠিক করব।

23 Dec 2019, 10:59:16 AM IST

নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী এগিয়ে কংগ্রেস জোট

নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, কংগ্রেস জোট ৪৩টি আসনে এগিয়ে। বিজেপি এগিয়ে ২৭টি আসনে।

23 Dec 2019, 10:57:16 AM IST

ধানওয়ারে এগিয়ে বাবুলাল মারান্ডি

ধানওয়ার আসনে ২,৮৪১ ভোটে এগিয়ে জেভিএম(পি) প্রার্থী বাবুলাল মারান্ডি।

23 Dec 2019, 10:49:54 AM IST

এগিয়ে কংগ্রেস জোট

৪২ টি আসনে এগিয়ে কংগ্রেস জোট। ২৮টি আসনে এগিয়ে বিজেপি।

23 Dec 2019, 10:11:47 AM IST

ম্যাজিক ফিগার ছুঁল কংগ্রেস জোট

ঝাড়খণ্ড বিধানসভার ম্যাজিক ফিগার ছুঁল কংগ্রেস জোট। ৪১ টি আসনে এগিয়ে তারা। ২৯টি আসনে এগিয়ে বিজেপি।

23 Dec 2019, 10:10:42 AM IST

জামশেদপুর-পূর্বে এগিয়ে রঘুবর, বারহাইতে এগিয়ে হেমন্ত

জামশেদপুর-পূর্বে ৩৪২ এগিয়ে বিদায়ি মুখ্যমন্ত্রী রঘুবর দাস। বারহাইতে ৬৬৪ ভোটে এগিয়ে হেমন্ত সোরেন।

23 Dec 2019, 09:52:02 AM IST

প্রথম রাউন্ড গণনা শেষে দুমকায় পিছিয়ে হেমন্ত সোরেন

প্রথম রাউন্ড গণনা শেষে দুমকায় পিছিয়ে রয়েছেন ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা প্রার্থী হেমন্ত সোরেন। ৩,২০৯ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী লুইস মারান্ডি।

23 Dec 2019, 09:42:45 AM IST

নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী ১৩ আসনে এগিয়ে কংগ্রেস জোট

নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী সকাল সাড়ে ন'টা পর্যন্ত আটটি আসনে এগিয়ে বিজেপি। ১৩টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস জোট। একটি আসনে এগিয়ে আজসু।

23 Dec 2019, 09:21:14 AM IST

সেয়ানে-সেয়ানে লড়াই, সামান্য এগিয়ে কংগ্রেস জোট

জোট টক্কর চলছে বিজেপি ও কংগ্রেস জোটের। আপাতত ৩৬টি আসনে এগিয়ে কংগ্রেস জোট। ৩৫ টি আসনে এগিয়ে বিজেপি।

23 Dec 2019, 09:02:45 AM IST

হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস জোট ও বিজেপির

একটা সময় কংগ্রেস জোট ম্যাজিক ফিগারের থেকে দু'কদম দূরে ছিল। কিন্তু, তারপর তাদের আসন সংখ্যা কমছে। অন্যদিকে, ক্রমশ উঠে আসছে বিজেপি। কমাচ্ছে কংগ্রেসের সঙ্গে ব্যবধান। আপাতত ৩৭ টি আসনে এগিয়ে কংগ্রেস জোট। ৩২টিতে এগিয়ে বিজেপি। তিনটিতে এগিয়ে জেভিএম(পি) ও সাতটিতে এগিয়ে অনান্যরা।

23 Dec 2019, 08:21:24 AM IST

প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে কংগ্রেস জোট

প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে কংগ্রেস,ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) জোট। আপাতত ২৮টি আসনে এগিয়ে তারা। ১৪টি আসনে এগিয়ে বিজেপি। ২টি আসনে এগিয়ে জেভিএম (পি) ও অনান্যরা পাঁচটি আসনে এগিয়ে।

23 Dec 2019, 08:05:50 AM IST

শুরু ভোটগণনা

শুরু ভোটগণনা। ভোটকর্মীরা জানিয়েছেন, পুরো গণনা শেষ হতে সন্ধ্যা গড়িয়ে যাবে। বাহেরাগোরা থেকে শুরু ভোটগণনা। শেষ হবে জামশেদপুর পূর্ব ও পশ্চিম দিয়ে শেষ হবে সেই প্রক্রিয়া।

23 Dec 2019, 07:53:00 AM IST

রাঁচির একটি ভোটগণনা কেন্দ্রে কড়া নজর কেন্দ্রীয় বাহিনীর

রাঁচির একটি ভোটগণনা কেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

23 Dec 2019, 07:39:21 AM IST

কড়া নিরাপত্তার মধ্যে সকাল আটটায় শুরু ভোটগণনা

সকাল আটটা থেকে শুরু হবে ভোটগণনা। গণনাকেন্দ্রের কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ঘরে বাইরে খবর

Latest News

‘মানুষ নেমকহারাম নন’, শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই, আত্মবিশ্বাসী দীপ্সিতা মধ্যরাতে ঘরোয়া সেলিব্রেশন, বর নীলাঞ্জনকে জন্মদিনে বিগ সারপ্রাইজ দিলেন ইমন স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে জম্মুর বৈষ্ণো দেবী মন্দিরে, গান গাইলেন কপিল শর্মা আরাবুলকে পদ থেকে সরিয়ে দিল তৃণমূল, ভাঙড়ে সংগঠন ধরে রাখতে তৎপর শওকত দিল্লির রাস্তায় একের পর এক চলল গুলি, পুলিশের ASI-কে খুন করে আত্মঘাতী বন্দুকধারী আগামিকাল কি সুন্দর একটা দিন হবে আপনার জন্য? এখন থেকেই জানুন ১৭ এপ্রিলের রাশিফল ব্যালটে ভোটের সময় কী হত, সেটা ভুলে যাইনি, EVM-তে আস্থা SC-র, উঠে এল বাংলার কথাও নববর্ষে নিজেকে KIA Seltos উপহার দিলেন শ্রীলেখা, দেখুন ব্র্যান্ড নিউ গাড়ির ঝলক মাঝরাতে ভয়াবহ আগুন বাগদায়, ঝলসে গেল ১৩০০টি মুরগি! রীতি মেনে মেয়ের পা ধুইয়ে দিলেন, চৈত্র অষ্টমীতে কুমারী পুজো করলেন শিল্পা শেট্টি

Latest IPL News

অর্ধেক প্লেয়ার ইংরেজিই বোঝে না- RCB-র ব্যর্থতার গুরুতর দিকটি তুলে ধরলেন সেহওয়াগ ভারতীয় দল CSK-র মতো ড্যাডস আর্মি নয়, বুড়ো কার্তিককে T20 বিশ্বকাপে চান না ইরফান এক ঢিলে দুই পাখি, ইনস্টায় নির্মম রসিকতা কামিন্সের, নিশানায় ল্যাবুশান ও RCB-র মাঠ T20 WC-এর দলে থকাবেন হার্দিক? ২ ঘণ্টা বৈঠক রোহিত, দ্রাবিড়, আগরকরের- রিপোর্ট ‘ভাই তুই আর আমাদের জামা পরিস না’,কাকে মিনতি করলেন বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স! এয়ারপোর্টে ছেলের মুখ দেখালেন অনুষ্কা, রইল শর্ত! ভামিকা-অকায়কে নিয়ে দেশে ফিরলেন SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ ১০ বলের বিধ্বংসী ইনিংসে ইতিহাসের পাতায় আবদুল সামাদ, ভারতীয়দের মধ্যে সবার সেরা ‘স্কোরের সামনে ৩ বসালে’…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.