সামনেই পড়শি রাজ্য ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের দ্বিতীয়পর্ব। ২০২৪র ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের দ্বিতীয় পর্বের প্রার্থীদের ধন সম্পত্তির পরিমাণ সামনে আসতে শুরু করেছে। তারমধ্যে দেখা গিয়েছে, ধনীতম প্রার্থী ৪০০ কোটিরও বেশি সম্পত্তির মালিক। আর সবচেয়ে কম আয় যুক্ত প্রার্থী জানিয়েছেন, তাঁর কাছে রয়েছে ১০০ টাকা। ঝাড়খণ্ডের দ্বিতীয় দফার ভোটের আগে দেখে নিন প্রার্থীদের সম্পত্তির পরিমাণ।
ঝাড়খণ্ডের ভোট ঘিরে চড়ছে পারদ:-
ঝাড়খণ্ডের ভোটের দ্বিতীয় পর্ব সম্পন্ন হতে চলেছে ২০ নভেম্বর। উল্লেখ্য, কিছুদিন আগেই ঝাড়খণ্ডে প্রথম দফার ভোট পর্ব সম্পন্ন হয়েছে। সেটি ১৩ নভেম্বর হয়েছেয আর এবার দ্বিতীয় দফার ভোটপর্ব আসন্ন। তার আগে, প্রার্থীদের সম্পত্তির পরিমাণ সামনে আসতে শুরু করেছে। ঝাড়খণ্ডের দ্বিতীয় দফার ভোটের প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী প্রার্থী হলেন সমাজবাদী পার্টির আখিল আখতার। তাঁর কাছে মোট সম্পত্তির পরিমাণ ৪০০ কোটির বেশি। নির্বাচনী হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর সম্পত্তির পরিমাণ। তিনি জানিয়েছেন, তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটির কাছে। সংখ্যার দিক থেকে বললে, ৯৯,৫১,৮১৬ টাকা। আর তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৪০০ কোটির বেশি। সংখ্যাটা হল, ৪,০২, ০০,০০,০০০ টাকা। ঝাড়খণ্ডের পাকুরের সপা প্রার্থী আকিল আখতারের পরেই রয়েছেন নির্দল প্রার্থী নিরঞ্জন রাই। তিনি ধানওয়ার কেন্দ্র থেকে হচ্ছেন প্রার্থী। তাঁর মোট সম্পত্তির অঙ্ক ১৩৭ কোটি টাকা। তিনি আয়কর দেন ১৫ কোটির। যা বাকি প্রার্থীদের তুলনায় সবচেয়ে বেশি। তৃতীয় স্থানে রয়েছেন ধানওয়াড়েরই আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম) এর প্রার্থী মিহাম্মদ দানিশ। তাঁর সম্পত্তির মোট পরিমাণ ৩২ কোটি টাকা।
( Kartik Purnima 2024 time: কার্তিক পূর্ণিমা ২০২৪ কখন পড়ছে? রইল তারিখ, তিথি, রয়েছে বহু শুভ যোগ)
(Skin Care with Leftover Rice: বাসি ভাত রোজই ফেলছেন? ত্বকের যত্নে এটি কাজে লাগান, রইল খুব সহজ টিপস)
কতজন কোটিপতি লড়ছেন?
এডিআর-র রিপোর্ট বলছে, ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার ভোটের মোট প্রার্থী সংখ্যা ৫২২এর মধ্যে ১২৭ জন কোটিপতি। শতাংশের বিচারে সংখ্যাটা ২৪ শতাংশ। এডিআরের রিপোর্ট বলছে, দ্বিতীয় দফায় ঝাড়খণ্ডের ভোটে সবচেয়ে বেশি সংখ্যক কোটিপতি প্রার্থীর সংখ্যা বিজেপির। মোট ৩২ জন কোটিপতি প্রার্থী ঝাড়খণ্ডের দ্বিতীয় দফার ভোটে বিজেপির তরফে লড়ছেন। সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থীর লিস্টে বিজেপির পরই রয়েছে জেএমএম, তারপর রয়েছে কংগ্রেস।
সম্পত্তির অঙ্ক শূন্য!
জেপিপ পার্টির ইলিয়ন হাঁসদা তাঁর হলফনামায় জানিয়েছেন তাঁর সম্পত্তির অঙ্ক শূন্য। তিনি মহেশপুর থেকে লড়ছেন।