বাংলা নিউজ > ঘরে বাইরে > ২০২১ নিয়োগ পলিসি প্রত্যাহার করল ঝাড়খন্ড সরকার, স্থানীয়রা পাবেন বড় সুযোগ

২০২১ নিয়োগ পলিসি প্রত্যাহার করল ঝাড়খন্ড সরকার, স্থানীয়রা পাবেন বড় সুযোগ

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (PTI) (HT_PRINT)

ঝাড়খণ্ড হাইকোর্ট সম্প্রতি JSSC Examination Rule 2021কে বাতিল ঘোষণা করেছিল। সেখানে দশম ও দ্বাদশ শ্রেণি পাস করার কথা বলা হয়েছিল। সেক্ষেত্রে এবার হেমন্ত সোরেন সরকার এদিনের সিদ্ধান্তের মাধ্যমে ২০১৬ এর আগের যে পলিসি ছিল সেটা ফিরিয়ে আনতে চাইছে।

ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন মন্ত্রিসভা বৃহস্পতিবার জেএসএসসি পরীক্ষা আইন ২০২১ প্রত্যাহার করে নিল। যেখানে বলা হয়েছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে আবেদন করার জন্যও সাধারণ ক্য়াটাগরিতে দশম ও দ্বাদশ শ্রেণি পাস করতে হবে। আঞ্চলিক প্রশ্নপত্রে হিন্দি, ইংরেজি সংস্কৃতকে সংযুক্ত করা  হচ্ছে। এটাও অনুমোদন করেছে মন্ত্রিসভা।

ক্যাবিনেট সচিব ইন চার্জ অজয় কুমার সিং জানিয়েছেন, ক্য়াবিনেট অনুমোদন করেছে যে পরীক্ষার নিয়মে ওই ক্লাস ১০ ও ক্লাস ১২ পাস করার ব্যাপারটি থাকছে না।দশম, ইন্টারমিডিয়েট ও গ্র্যাজুয়েশন স্তরে যে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা হয় সেখানে এই নিয়ম কার্যকরী হবে। আঞ্চলিক ভাষার পেপারে  হিন্দি, ইংরেজি ও সংস্কৃতকে সংযুক্ত করা হবে। 

ঝাড়খণ্ড হাইকোর্ট সম্প্রতি JSSC Examination Rule 2021কে বাতিল ঘোষণা করেছিল। সেখানে দশম ও দ্বাদশ শ্রেণি পাস করার কথা বলা হয়েছিল। সেক্ষেত্রে এবার হেমন্ত সোরেন সরকার এদিনের সিদ্ধান্তের মাধ্যমে ২০১৬ এর আগের যে পলিসি ছিল সেটা ফিরিয়ে আনতে চাইছে। 

এদিকে সংশোধিত পরিস্থিতিতে জেএসএসি পরীক্ষায় ৬০ শতাংশ আসন স্থানীয়দের জন্য় সংরক্ষিত থাকবে। এগুলি ST, SC, OBC, EWS ক্যাটাগরির জন্য় বরাদ্দ থাকবে। বাকি ৪০ শতাংশ সিট সকলের জন্য থাকবে।

মোটামুটি ক্য়াবিনেট অনুমোদন দিয়েছে যে দশম ও দ্বাদশ শ্রেণির যে ব্য়াপারটি ছিল সেটি আর থাকবে না।  এদিকে  গত বছর ১৬ ডিসেম্বর ঝাড়খণ্ড হাইকোর্ট ২০২১ সালের ঝাড়খণ্ড সরকারের যে নিয়োগ নীতি ছিল তাতে আপত্তি জানায়। সেখানে বলা হয়েছিল ঝাড়খণ্ডের স্কুল থেকে দশম ও দ্বাদশ শ্রেণি পাস করতেই হবে গ্রেড 111 গ্রেড IV কাজ পাওয়ার জন্য। তবে সাধারণ ক্যাটাগরির জন্য় এই নিয়ম প্রযোজ্য ছিল।

নয়া পলিসিতে সরকার অন্তত ১৩টি জেলায় গ্রুপ ৩ ও গ্রুপ ৪ কাজের জন্য ১০০ শতাংশ ক্ষেত্রে স্থানীয়দের কর্মসংস্থানের উপর জোর দেওয়া হচ্ছে। এটি সংবিধানের নির্দিষ্ট সিডিউলে উল্লেখ করা রয়েছে। এতে স্থানীয় স্তরে যে আদিবাসী মানুষরা রয়েছেন তাদের কাজ পেতে সুবিধা হতে পারে। 

বন্ধ করুন