বাংলা নিউজ > ঘরে বাইরে > Jharkhand IT Raid: ১০০ কোটির অবৈধ লেনদেনের সন্ধান, বাজেয়াপ্ত ২ কোটি

Jharkhand IT Raid: ১০০ কোটির অবৈধ লেনদেনের সন্ধান, বাজেয়াপ্ত ২ কোটি

ঝাড়খণ্ডে আইটি অভিযান। প্রতীকী ছবি : পিটিআই (PTI)

একটি গ্রুপ নির্মাণকাজের সঙ্গে যুক্ত। কিন্তু হিসাব ঠিকঠাক রাখা হয়নি। একাধিক ক্ষেত্রে অবৈধভাবে শুধু নগদে আদানপ্রদান হয়েছে। কয়লার ব্যবসা, পরিবহণ, লৌহ আকরিক খনির সঙ্গে যুক্ত একাধিক গ্রুপের বিরুদ্ধে এই আইটি অভিযান হয়েছে।

ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় আয়কর দফতরের অভিযান। আর সেই অভিযানে বিপুল অঙ্কের অবৈধ লেনদেনের সন্ধান পেয়েছে আয়কর দফতর। এমনকী দুই কংগ্রেস বিধায়কের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন জায়গাতেও এই অভিযান হয়েছে বলে খবর। সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সের তরফে দাবি করা হয়েছে, প্রায় ২ কোটি অবৈধ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। হিসাব বহির্ভূতভাবে ১০০ কোটি টাকা লেনদেনেরও সন্ধান মিলেছে এই অভিযানের মাধ্যমে।

তবে সিবিডিটির তরফে প্রদীপ যাদব ও জয়মঙ্গল সিং নামে দুই কংগ্রেস বিধায়ক সম্পর্কে সরাসরি কিছু জানানো হয়নি।

তবে দুই কংগ্রেস বিধায়ক জানিয়েছেন বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য় এসব করছে। তবে তাঁদের বাড়ি বা সংলগ্ন এলাকা থেকে কেন্দ্রীয় এজেন্সি কোনও হিসাবহির্ভূত সম্পদ পায়নি।

সিবিডিটির তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিপুল সংখ্য়ক নথি ও ডিজিটাল সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, একাধিক ক্ষেত্রে এই গ্রুপগুলি কর ফাঁকি দেওয়ার জন্য় নানা কাজ করেছে। লোনের আদানপ্রদানও হয়েছে নগদে। একাধিক লেনদেন হয়েছে নগদের মাধ্যমে। অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছে। কিন্তু কোথা থেকে অর্থ এসেছে সেটা পরিষ্কার নয়।

পাশাপাশি একটি গ্রুপ নির্মাণকাজের সঙ্গে যুক্ত। কিন্তু হিসাব ঠিকঠাক রাখা হয়নি। একাধিক ক্ষেত্রে অবৈধভাবে শুধু নগদে আদানপ্রদান হয়েছে। কয়লার ব্যবসা, পরিবহণ, লৌহ আকরিক খনির সঙ্গে যুক্ত একাধিক গ্রুপের বিরুদ্ধে এই আইটি অভিযান হয়েছে।

 

বন্ধ করুন