বাংলা নিউজ > ঘরে বাইরে > Jharkhand News: ওড়িশার রাজ্যপাল হলেন রঘুবর দাস, ঝাড়খণ্ডে দলের দ্বন্দ্ব মেটাতে বড় চাল দিল BJP

Jharkhand News: ওড়িশার রাজ্যপাল হলেন রঘুবর দাস, ঝাড়খণ্ডে দলের দ্বন্দ্ব মেটাতে বড় চাল দিল BJP

রঘুবর দাস। ফাইল ছবি (ANI Photo) (Sanjib Kumar Dutta)

ঝাড়খণ্ড বিজেপি একাধিক শিবিরে বিভক্ত। দুই শিবিরের একটির মাথায় আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। তিনি বর্তমানে দলের রাজ্য সভাপতি। আবার অর্জুন মুন্ডা এখন মোদী মন্ত্রিসভার সদস্য।

বিশাল কান্ত

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি রঘুবর দাসকে ওড়িশার রাজ্যপাল হিসাবে নিয়োগ করা নিয়ে দলের অন্দরে এবার মিশ্র প্রতিক্রিয়া। দলের একাংশ এখন মুখ খুলতে চাইছেন না। আবার অপর পক্ষ যথেষ্ট খুশি। আবার সেই সঙ্গেই দলের হাল কে ধরবেন তা নিয়েও কিছুটা সমস্যা তৈরি হতে পারে বলে অনেকে মনে করছেন।  তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এক ঢিলে অনেক পাখি মারল বিজেপি। তাঁকে রাজ্যপাল করে দিয়ে কার্যত ঝাড়খণ্ডে নেতৃত্ব নিয়ে ঝামেলায় ইতি টেনে দিল বিজেপি। 

তিনি বৈশ্য সম্প্রদায়ভুক্ত। তিনি দলের ওবিসি মুখও ছিলেন। তবে রঘুবর দাসের প্রতি বরাবরই দলের আস্থা ছিল। ২০১৯এর বিধানসভা ভোটে ইউপিএ জোটের কাছে পরাজিত হয়েছিল বিজেপি। তারপরেও তিনি সর্বভারতীয় সহসভাপতির পদ পেয়েছিলেন। 

ঝাড়খণ্ড বিজেপি একাধিক শিবিরে বিভক্ত। দুই শিবিরের একটির মাথায় আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি। তিনি বর্তমানে দলের রাজ্য সভাপতি। আবার অর্জুন মুন্ডা এখন মোদী মন্ত্রিসভার সদস্য। এক বিজেপি নেতার কথায়, ঝাড়খণ্ডে তিন নেতারই যথেষ্ট গুরুত্ব রয়েছে। মারান্ডিরও একটা বড় ভূমিকা ছিল। রঘুবরজীর হাতে দলের রাশ ছিল। তবে এবার নয়া নিয়োগ নিয়ে আবার কেন্দ্রীয় নেতৃত্বকে নতুন করে ভাবতে হবে। 

জামশেদপুর পূর্ব থেকে নির্বাচিত হতেন রঘুবর দাস। বিজেপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই মন্ত্রীত্ব পেয়েছেন তিনি। ২০১৪ সালে তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারও পেয়েছিলেন। প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে তিনি পুরো মেয়াদ পূর্ণ করেন। ২০১৯ সাল পর্যন্ত তিনি চেয়ারে ছিলেন। আর তিনি প্রথম নন ট্রাইবাল মুখ্য়মন্ত্রী। 

তবে ২০১৯ সালে বিজেপি ক্ষমতা হারায়। উঠে আসেন হেমন্ত সোরেন। এদিকে জামশেদপুর পশ্চিম থেকে তাঁরই একসময়ের সহকর্মী সূর্য রায় তাঁর বিরুদ্ধে প্রার্থী হিসাবে দাঁড়িয়ে পড়েন। টিকিট না পেয়ে তিনি নির্দল হিসাবে দাঁড়িয়ে পড়েন। 

এদিকে ঝাড়খণ্ডের কংগ্রেস মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ জানান এটা বিজেপির ভেতরের ব্যাপার। 

আর জেএমএম নেতা মিথিলেশ ঠাকুর জানিয়েছেন, তাঁর রাজনৈতিক জার্নিতে এবার ইতি পড়ল। তিনি রাজ্য়ের একমাত্র গ্রহণযোগ্য ওবিসি মুখ ছিলেন। কিন্তু এটা তাঁর পদোন্নতি নাকি অবনতি হল সেটা মাপতে গেলে আরও সময় লাগবে। 

পরবর্তী খবর

Latest News

'পথে এবার নামো সাথী' গানে রাস্তাতে নাচলেন শ্রীলেখা, লিখলেন, ‘জানি মোটা লাগছে…' সপ্তমীর দুপুর জমে যাক চিংড়ি পোস্তর সাথে, রাঁধবেন কীভাবে? গণতন্ত্রে বিশ্বাসী রূপা চান তৃণমূলের 'ভালো নেতা'দের ভোট দিয়ে জেতাক মানুষ আগামিকাল কেমন কাটবে? রবিবারে ভাগ্যের সাহায্য পাবেন? জানুন ৬ অক্টোবরের রাশিফল অ্যামেলিয়াও জানত ও আউট…এখনও রান আউট নিয়ে হাহুতাশ করে যাচ্ছে ভারত দুরন্ত বেথ মুনি, অস্ট্রেলিয়ার সহজ জয়! সেমির দৌড় থেকে ছিটকে যেতে পারে শ্রীলঙ্কা অষ্টমীতে জম্পেশ ভূরিভোজ চাই? সরষে চিকেন রাখুন মেনুতে, রইল রেসিপি সত্যিকারের এক ব্যাঙ্ক ডাকাতকে নিয়ে তৈরি বহুরূপী! শিবপ্রসাদ বললেন, ‘সে এখন…’ পুজোতে ফের লন্ডনে অনুষ্ঠান, নাচের মহড়ায় ডোনা গঙ্গোপাধ্যায় ভিড় এড়াতে পুজোয় বন্ধ থাকবে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট! মনমরা ব্যবসায়ীরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.