বাংলা নিউজ > ঘরে বাইরে > বিয়ের জন্য ১৫-র ঊর্ধ্বে মেয়ে, ৪৫-র নীচে বিধবাদের তালিকা চাইল তালিবান : রিপোর্ট

বিয়ের জন্য ১৫-র ঊর্ধ্বে মেয়ে, ৪৫-র নীচে বিধবাদের তালিকা চাইল তালিবান : রিপোর্ট

ছবিটি প্রতীকী, সৌজন্য : রয়টার্স  (Reuters)

দ্য সান-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানে তালিবানদের উচ্চ স্তরের নেতৃত্ব এমনই নির্দেশ পাঠিয়েছে ক্ষুদ্র নেতাদের। বিয়ের জন্য মেয়েদের তালিকা পাঠাতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, '১৫ বছরের ঊর্ধ্বে মেয়েদের পাঠাতে হবে। নয়তো ৪৫ বছরের কম বয়সি বিধবাদের পাঠানো যেতে পারে।'

তালিবান 'যোদ্ধাদের' সঙ্গে বাড়ির মেয়েদের 'বিয়ে' দিতে বিভিন্ন গ্রামের বাসিন্দাদের নির্দেশিকা জারি করেছে আতঙ্কবাদী সংগঠন। বিশেষজ্ঞদের মতে, এই বিয়ে যে প্রকৃতপক্ষে যৌনদাসী করে রাখারই সামিল, তা বলাই বাহুল্য। বলা হয়েছে, তাদের তালিবান জঙ্গিদের সঙ্গে বিয়ে দিয়ে পাকিস্তানে পাঠানো হবে।

মার্কিন, ব্রিটিশ সেনা সরতেই দখলদারি

মার্কিন, ব্রিটিশ সেনাবাহিনী ক্রমেই আফগানিস্তান ছেড়ে চলে আসছে। প্রায় ২০ বছর পর সেখান থেকে চলে আসছে মার্কিন সেনা। আর তার সঙ্গে সঙ্গে বেড়েছে তালিবানের দৌরাত্ম্য। বিভিন্ন এলাকায় চলছে যথেচ্ছ দখলদারি। আফগান সেনার সঙ্গেও বাড়ছে সংঘর্ষ। রিপোর্ট বলছে, ইতিমধ্যেই আফগানিস্তানের ৮৫% চলে গিয়েছে জঙ্গিদের দখলে।

গুলির শাসন। ছবি : রয়টার্স 
গুলির শাসন। ছবি : রয়টার্স  (Reuters)

কট্টরপন্থী নিয়ম

ধর্মের শাসনের নামে যুক্তিহীন, ক্ষতিকর উগ্রপন্থা। আফগানিস্তানে নতুন করে দখল করা বহু স্থানে জারি করা হয়েছে শারিয়া আইনের কট্টরপন্থী নিয়ম। মা-বাবাদের বাধ্য করা হচ্ছে মেয়েদের জঙ্গিদের সঙ্গে বিয়ের জন্য তাদের হাতে তুলে দিতে। নয় তো আগ্নেয়াস্ত্র তো আছেই।পরিস্থিতি এমনই যে যাঁদের সুযোগ আছে, আফগানিস্তান ছেড়ে কন্যাসন্তান নিয়ে পালাচ্ছেন।

শুধু মহিলাদের দুর্দশা, এমনটাই নয়। ধূমপান ও দাড়ি কামানোর মতো ব্যক্তিগত বিষয়েও জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা। এমনকি গান চালাতেও ভয় পাচ্ছেন স্থানীয়রা। কারণ তালিবান টহলদারদের কানে গেলেই মৃত্যু অনিবার্য। হাজি রোজি বাইগ (নাম পরিবর্তিত) নামে এক বৃদ্ধ তখরের খাজা বহউদ্দিন জেলার বাসিন্দা। তাঁর দুটি মেয়ে। একজনের বয়স ২৩ বছর, অপর জন ২৪ বছরের। তিনি জানান, 'আমি তো বটেই তাঁর পরিচিত যাঁদের মেয়ে আছে, সকলেই দুশ্চিন্তায় ভুগছেন। মেয়েদের তুলে নিয়ে গিয়ে জঙ্গিদের সঙ্গে বিয়ে দিচ্ছে তালিবানরা।'

ফাইল ছবি : রয়টার্স 
ফাইল ছবি : রয়টার্স  (Reuters)

তিনি বলেন, 'সরকারের শাসনে আমরা কত শান্তিতে ছিলাম! অন্তত আমাদের স্বাধীনতা ছিল।' সাংবাদিকদের তিনি বলেন, 'তালিবান দখল নেওয়ার পর থেকেই আমরা আশঙ্কায় ভুগছি। জোরে কথা বলতে পারছি না, গান শুনতে পারছি না, সিনেমা দেখা বারণ এমনকি মহিলারা বাড়ির সামনে বাজারটুকু যেতে সাহস পাচ্ছেন না।'

আপনার বাড়ির মহিলারা সুরক্ষিত? প্রশ্নের উত্তরে বৃদ্ধ জানান, 'ওদের(তালিবান) এক সাব-কম্যান্ডার এসেছিল। বলল বাড়িতে ১৮-র বেশি বয়সী মেয়ে রাখা যাবে না। সেটা পাপ। বিয়ে দিতেই হবে।' কাঁদতে কাঁদতে হাজি বলেন, 'ওরা আমার বাড়িতে কে কে আছে, এসে দেখে গিয়েছে। আমি নিশ্চিত, আমার চোখের সামনে ওরা আমার দুই মেয়েকে তুলে নিয়ে যাবে। ওদের জোর করে জঙ্গিদের সঙ্গে বিয়ে দেওয়া হবে।'

মহিলারা বাড়ি থেকে বের হলে তার আগে অনুমতি নিতে হবে স্থানীয় তালিবান নেতার। আর হিজাব বাধ্যতামূলক তো আছেই। তবে মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে তালিবানরা। শিক্ষিকা মহিলা হলে তবেই যাওয়া যাবে। নিয়ম তাদের।

ঘরে বাইরে খবর

Latest News

কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার রাজভবনে বৈঠক ডাকলেন রাজ্যপাল, সংঘাতের আবহেই স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে আলোচনা শেক্সপিয়রের ওথেলো আসছে বড় পর্দায়, কবে মুক্তি পাচ্ছে অনির্বাণ-সোহিনীর অথৈ? ফল ঘোষণার আগেই ভোটের রাতে তৃণমূলের বিজয় মিছিল! উত্তরের ৩ কেন্দ্রে উচ্ছ্বাস নির্বাচনী বন্ড ফেরানো হবে, HT-কে বললেন নির্মলা, স্বীকার করলেন যে আগেরটায় গলদ ছিল রজনীকান্ত থেকে কমল হাসান, প্রথম দফার নির্বাচনে ভোট দিলেন আর কোন সেলেব দীপিকার প্রেন্যান্সির সত্যতা নিয়ে প্রশ্ন! ‘লেডি সিংঘম’কে নিয়ে কী ঘোষণা রোহিতের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বড় ঘোষণা, এবার রায় দেবে কলকাতা হাইকোর্ট দ্বিতীয় দফার ভোটের আগেই শৈলশহরে অমিত শাহ, নবাবের জেলায় সভা রাজনাথের নিজের ভোটটা ঘাসফুলে কেমন করে দেবেন?‌ জনগণকে টিপস দিলেন মুখ্যমন্ত্রী

Latest IPL News

কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.