বাংলা নিউজ > ঘরে বাইরে > তেরঙ্গার রঙে রাঙানো হল অন্ধ্রের জিন্নাহ টাওয়ারকে, নাম বদলের দাবিতে অনড় BJP

তেরঙ্গার রঙে রাঙানো হল অন্ধ্রের জিন্নাহ টাওয়ারকে, নাম বদলের দাবিতে অনড় BJP

তেরঙ্গার রঙে রাঙানো হল অন্ধ্রের জিন্নাহ টাওয়ারকে (ছবি সৌজন্যে টুইটার/হিন্দুস্তান টাইমস)

সম্প্রতি এই টাওয়ারটিতে জাতীয় পতাকা লাগাতে গিয়ে বাধা পেয়েছিল কিছু ডানপন্থী সংগঠন।

অন্ধ্রপ্রদেশের গুন্টুরের মহাত্মা গান্ধী রোডে অবস্থিত জিন্নাহ টাওয়ারটিকে ১ ফেব্রুয়ারি তেরঙার রঙে রাঙা হল৷ ওয়াইএসআরসিপি বিধায়ক মহম্মদ মুস্তফা জিন্নাহ টাওয়ার রঙ করানোর উদ্যোগ নিয়েছিলেন বলে জানা গিয়েছে৷ উল্লেখ্য সম্প্রতি এই টাওয়ারটিতে জাতীয় পতাকা লাগাতে গিয়ে বাধা পেয়েছিল কিছু ডানপন্থী সংগঠন। ২৬ জানুয়ারির সেই ঘটনার পরই এই নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। এই আবহে গোটা টাওয়ারটিকে এবার জাতীয় পতাকার রঙে রাঙিয়ে দেওয়া হল।

এই প্রসঙ্গে ওয়াইএসআরসিপি বিধায়ক মহম্মদ মুস্তফা বলেন, ‘বিভিন্ন গোষ্ঠীর অনুরোধের পরে আমরা টাওয়ারটিকে তেরঙ্গার রঙে সাজানোর সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় পতাকা উত্তোলনের জন্য এর পাশে একটি খুঁটিও নির্মাণ করা হবে। বৃহস্পতিবার পতাকা উত্তোলনের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।’

এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে মঙ্গলবার টাওয়ার পরিদর্শন করেন মুস্তাফা। তিনি বিরোধী ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সাম্প্রদায়িক সংঘর্ষের উসকানি দেওয়ার চেষ্টা করার অভিযোগ করেন। তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা সংগ্রামের সময় মুসলিমরা ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন। স্বাধীনতা অর্জনের পর কিছু মুসলমান দেশ ছেড়ে পাকিস্তানে বসতি স্থাপন করেন। তবে আমরা ভারতীয় হিসাবে আমাদের দেশে থাকতে চেয়েছিলাম এবং আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি।’

এদিকে টাওয়ারটির নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছে বিজেপি। টাওয়ারের রঙ পরিবর্তনের পর নতুন করে এই টাওয়ারের নামকরণের আহ্বান জানিয়েছে তারা। বিজেপির জাতীয় সম্পাদক ওয়াই সত্য কুমার এই বিষয়ে টুইট করে লেখেন, ‘জিন্নাহ টাওয়ারকে তেরঙার রঙে রাঙিয়ে দিলেও এখনও আপনার হৃদয়ের রঙ পরিবর্তন হয়নি। এই বিষয়টি দুর্ভাগ্যজনক ওয়াইএস জগনমোহন রেড্ডি। এখনও অর্ধচন্দ্রাকারে সবুজ রঙ আপনাপ মনে। জনগণের দাবির প্রতি মনোযোগ দিন এবং জিন্নাহ টাওয়ারের নাম পরিবর্তন করুন!’

বন্ধ করুন