সাধারণত প্রিপেইডের তুলনায় পোস্টপেইডে সুবিধা একটু বেশি থাকে। তবে এবার রিলায়েন্স জিও আর ভোডাফোন আইডিয়া চমকে দেওয়া প্রিপেইড প্ল্যান এনেছে। তবে লক্ষ্যনীয়ভাবে জিওর তুলনাতেও সস্তা ভোডাফোন আইডিয়ার নতুন অফার। প্রায় ৯৮টাকা কম প্যাকেজে আপনি পেয়ে যেতে পারেন একের পর এক চমকে দেওয়া সুবিধা। ভোডাফোন আইডিয়ার এই নয়া অফারে গ্রাহকরা ফ্রিতে আমাজন প্রাইম ভিডিয়ো, ডিজনি+, হটস্টার, সোনি লাইভ পাবে এই বিশেষ প্ল্যানে।
তবে জিওর ক্ষেত্রে ওটিটির সুবিধা নেই। কিন্তু আপনি একেবারে আনলিমিটেড ৫জি ডেটা পেয়ে যাবেন। এবার এই দুই কোম্পানির প্ল্যানের একটু তুলনামূলক বিচারটা করে নেওয়া যাক। তবে কেউই অবশ্য কারোর থেকে কম যায় না।
ভোডাফোন আইডিয়ার 501 Plan VI Max
এই প্ল্যানে মাসে রেন্টাল হল ৫০১ টাকা। এই প্ল্যানে মাসে সাড়ে তিন হাজার এসএমএস করতে পারবেন। আর তার সঙ্গে আনলিমিটেড কল। নেটের ক্ষেত্রে আপনি পাবেন ৯০ জিবি ডেটা। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আপনি আনলিমিটেড ডেটা পাবেন। আপনাকে এজন্য বাড়তি কোনও টাকা দিতে হবে না। তবে এক্ষেত্রে কিন্তু ৫জির ডেটার সুবিধা পাবেন না। এতো গেল ফোন আর ডেটার কথা। এবার বাড়তি সুবিধা গুলো জেনে নিন।
ডিজনি প্লাস, হটস্টার মোবাইল পাচ্ছেন ১ বছরের জন্য। আমাজন প্রাইম ৬ মাসের জন্য। Sony Liv-এর বিনা পয়সায় গ্রাহকের হওয়ার সুবিধা পাবেন ১২ মাসের জন্য। ভিআই মুভি ও টিভির সুবিধাও পাবেন।
এবার জেনে নিন রিয়ালেন্স জিওর ৫৯৯ টাকার প্ল্যান
এখানেও কম কিছু নয়। একেবারে আনলিমিটেড ডেটা। যা খুশি দেখুন যখন খুশি। ডেটা নিয়ে ভাববেন না। একেবারে আনলিমিটেড ৫জি ডেটা। রোজ ১০০টা করে এসএমএসের সুবিধা। সমস্ত নেটওয়ার্কে যত খুশি ফোন করুন। কেউ চার্জ কাটবে না। জিও টিভি, জিও সিনেমা জিও ক্লাউডে বিনা পয়সায় গ্রাহক হওয়ার সুবিধা তো থাকছেই।