দুর্গাপুজো ২০২৪ আসতে আর ১ মাসও বাকি নেই। সামনের মাসে এই সময় বাঙালির প্রাণের পুজো শুরু হয়ে যাওয়ার পালা। এদিকে, পুজোর কেনাকাটায় অনেকেই কোনও ইলেকট্রনিক জিনিসকেও লিস্টে রাখেন। তেমনই একটি জিনিস হল ফোন। কয়েক বছর পর পর ফোন কেনার খরচ লেগেই থাকে! অনেকেই পুজোর সময় ফোন কিনতে পছন্দ করেন। তবে এবারের দুর্গাপুজোয় যদি আপনার প্ল্যান থাকে, কোনও ফোন কেনার তাহলে নজর রাখতেই পারেন জিওফোন প্রাইমা২তে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবার নিয়ে এল জিওফোন প্রাইমা ২। ফোর জি ফিচার সম্পন্ন এই ফোনে রয়েছে বহু তাক লাগানো সুবিধা। আপনার ফোন কেনার বাজেট যদি ২০০০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে হয়, তাহলে এই ফোন দেখতে পারেন। জিওফোন প্রাইমা ২-এর দাম ২,৭৯৯ টাকা।
এর ক্যান্ডি বার স্টাইল ডিজাইন খুবই কার্যকরী। রয়েছে ২০০০ mAh ব্যাটারি। এই ডিভাইসে রয়েছে ২ টি ক্যামেরা। একটি সেলফি ক্যামেরা ও একটি ব্যাক ক্যামেরা। এই ফোন যেমন সেলফি তুলতে সাহায্য করবে, তেমনই ভিডিয়ো কল-ও সম্ভব হবে। ফোনে থাকছে KaiOS। যে অ্যাপগুলি ফোনে রয়েছে, তা হল ইউটিউব, গুগল অ্যাসিসটেন্ট, ফেসবুক, জিও পে। এতে পাওয়া যাবে ইউপিআই দিয়ে পেমেন্টের সুবিধা। থাকবে জিও সিনেমা ও জিও চ্য়াটও। ফোনে থাকবে ২৩ টি ভিন্ন ভিন্ন ভারতীয় আঞ্চলিক ভাষা।
জিওফোন প্রাইমা ২ এর অন্যান্য বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি কার্ভড ফিনিশ সহ একটি ২.৪-ইঞ্চি ডিসপ্লে, একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক, একটি মাইক্রোএসডি কার্ড স্লট, একটি LED টর্চ এবং FM রেডিও৷ ফলে খুব কম খরচে দুর্গাপুজোর আগেই ফোন কেনার প্ল্যান থাকলে, এবার দেখে নিতে পারেন, এই কম খরচের ফোনটিকে।