বাংলা নিউজ > ঘরে বাইরে > Champai Soren: বিজেপিতেই যোগ দিচ্ছেন JMM নেতা চম্পাই সোরেন, শাহি বৈঠকের পর জানালেন হিমন্ত শর্মা

Champai Soren: বিজেপিতেই যোগ দিচ্ছেন JMM নেতা চম্পাই সোরেন, শাহি বৈঠকের পর জানালেন হিমন্ত শর্মা

বিজেপিতেই যোগ দিচ্ছেন JMM নেতা চম্পাই সোরেন, শাহী বৈঠকের পর জানালেন হিমন্ত শর্মা (PTI)

সোমবার গভীর রাতে দিল্লিতে অমিত শাহের সঙ্গে চম্পাই সোরেনের বৈঠকের সময় উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে বিজেপির সহ ইনচার্জ হিমন্ত বিশ্ব শর্মা। এদিন বৈঠকের পর এক্স হ্যান্ডেলে বৈঠকের ছবি পোস্ট করেন শর্মা।

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপিতে যোগ দিতে চলেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আদিবাসী নেতা চম্পাই সোরেন। গত কয়েক মাস ধরে তাঁর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। যদিও কিছুদিন আগে নিজেই সেই জল্পনা খারিজ করে দিয়েছিলেন। তবে শেষমেষ বিজেপিতেই যাচ্ছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) এই গুরুত্বপূর্ণ নেতা। আগামী ৩০ অগস্ট তিনি বিজেপিতে যোগ দেবেন। তার আগে সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। উল্লেখ্য, এবছরের শেষের দিকেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। তার আগে চম্পাই বিজেপিতে যোগ দেওয়া জেএমএমের কাছে একটি বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: 'আমি হেমন্ত সোরেন ২.০', বললেন চম্পাই, বিজেপিকে তোপ 'গর্বিত' মুখ্যমন্ত্রীর

সোমবার গভীর রাতে দিল্লিতে অমিত শাহের সঙ্গে চম্পাই সোরেনের বৈঠকের সময় উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে বিজেপির সহ ইনচার্জ হিমন্ত বিশ্ব শর্মা। এদিন বৈঠকের পর এক্স হ্যান্ডেলে বৈঠকের ছবি পোস্ট করেন শর্মা। তিনি জানান, আগামী ৩০ অগস্ট বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন চম্পাই সোরেন। এক্স হ্যান্ডেলে হিমন্ত লেখেন, ’ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের একজন বিশিষ্ট আদিবাসী নেতা চাম্পাই সোরেনজি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহজি-র সঙ্গে দেখা করেছেন। তিনি আনুষ্ঠানিকভাবে রাঁচিতে ৩০ অগস্ট বিজেপিতে যোগ দেবেন।’

এর আগে চম্পাই সোরেনের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে যথেষ্ট ইঙ্গিত দিয়েছিলেন হিমন্ত। সোমবার রাঁচিতে সাংবাদিকদেরও সামনে সোরেনকে বিজেপিতে যোগদান করার অনুরোধ করেছিলেন। তিনি ২৩ অগস্ট দিল্লি থেকে ঝাড়খণ্ডে এসে খারসাওয়ান, চাইবাসা এবং সেরাকেলা বিধানসভা আসনগুলি ঘুরে দেখেন। উল্লেখ্য, এই এলাকার ১৪ টি।বিধানসভা আসনে চম্পাই সোরেনের যথেষ্ট প্রভাব রয়েছে।

উল্লেখ্য, ৬ বারের বিধায়ক চম্পাই সোরেন ১৯৯১ সাল থেকে সেরাকেলা থেকে জয়ী হয়ে আসছেন। তিনি ১৯৯৫ সালে নির্দল প্রার্থী হিসেবে প্রথমবারের মতো বিধায়ক হয়েছিলেন।  ঝাড়খণ্ডে জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হেমন্ত সোরেন। গত ৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। তাঁর অনুপস্থিতিতে চম্পাই সোরেন ২ ফেব্রুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে জেল থেকে ছাড়া পেয়ে হেমন্ত সোরেন পুনরায় মুখ্যমন্ত্রী হওয়ার পর জলসম্পদ মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন চম্পাই সোরেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

স্কুটার-মোটরবাইকে ধাক্কা বিলাসবহুল গাড়ির, প্রাণ গেল ফুড ডেলিভারি এজেন্টের কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশনের নয়া গাইডলাইন, NPS কন্ট্রিবিউশনের নতুন নিয়ম স্তন ঢেকে দু-হাত! মা দুর্গার সামনে শরীর প্রদর্শন করায় কটাক্ষ মডেলকে গোটার বিরাট দাম,বাংলাদেশে এই প্রথম কেটে বিক্রি হচ্ছে ইলিশ, অসন্তুষ্ট ব্যবসায়ীরা ছেলেকে বলুন অনশন তুলে নিতে, শরীর খারাপ হয়ে যাবে,বাড়িতে ফোন করে চাপ দিচ্ছে পুলিশ রসগোল্লার রস মাখালেন আলুর তরকারিতে, ডোবালেন লুচি! মিমির খাওয়া দেখে হাঁ নেটপাড়া আগে প্রমাণ হাতে আসুক, তারপরই হরিয়ানায় ইভিএম কারচুপি নিয়ে সোচ্চার হবে কংগ্রেস অনশনের মাঝে ভাইরাল ডাক্তার স্নিগ্ধা-দেবাশিসের বিয়ের ছবি! ভালোবাসায় ভরাল নেটপাড়া ‘ওদের এখনই খেলাতে গেলে ভয়ঙ্কর পরিণাম হবে’! ভিয়েতনাম ম্যাচের আগে সতর্ক ম্যানোলো… সাপে কামড়ে ৩ বছরের মেয়ের মৃত্যু, জন্মদিনের উপহারের পুতুল জলে ভাসালেন বাবা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.