বাংলা নিউজ > ঘরে বাইরে > 'মোদী সমর্থকরা অপহরণ করেছিল, কোনওরকমে বেঁচেছি,' বিস্ফোরক দাবি JNU অধ্যাপকের

'মোদী সমর্থকরা অপহরণ করেছিল, কোনওরকমে বেঁচেছি,' বিস্ফোরক দাবি JNU অধ্যাপকের

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (সংগৃহীত )

জওহরলাল নেহেরু ইউনার্ভিসিটি টিচার্স অ্যাসোসিয়েশন ওই অধ্যাপকের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের দাবি, অভিযুক্তদের কোনওভাবে ছাড়া যাবে না। দিল্লি পুলিশ যেন এনিয়ে সবরকম উদ্যোগ নেয়।প্রফেসর বাভিস্কার ও তাঁর পরিবারের সুরক্ষার ব্যবস্থা করতে হবে।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। এনিয়ে তিনি নিজেই ফেসবুকে দাবি করেছিলেন। তাঁর দাবি তিনি বিশ্ববিদ্যালয় থেকে ফিরছিলেন। সেই সময় তাঁকে কয়েকজন তুলে নিয়ে যায়। দিল্লি পুলিশ ইতিমধ্যেই অপহরণ, ডাকাতির মামলা রুজু করেছে।

শারদ বাভিস্কর নামে ওই অধ্যাপক লিখেছেন, আমি কোনওরকমে বেঁচে গিয়েছি। জেএনইউ থেকে ফেরার পথে আমাকে অপহরণ করা হয়েছিল। এখনও আতঙ্ক কাটছে না। আমার গাড়ি, পার্সও তাদের দিতে হয়েছে কারন তারা অনেকজন ছিল। আমার ক্রেডিট কার্ডও চুরি করেছে। আমার দোষ হল তারা জেএনইউকে পছন্দ করে না। তারা সকলে বলছিল মোদীর সমর্থক। তারা আমাকে দেশবিরোধী বলছিল। কোনওভাবে জেএনইউতে ফিরে আসি।

তবে ওই অধ্যাপক এনিয়ে আর বিশেষ কিছু জানাননি। পুলিশও এনিয়ে বিশেষ কিছু বলতে চায়নি। তিনি বসন্তকুঞ্চ থানায় অভিযোগ দায়ের করেছেন। ডেপুটি কমিশনার অফ পুলিশ (পশ্চিম) ঘনশ্যাম বনশল জানিয়েছেন, তাঁর অভিযোগের ভিত্তিতে আহত করা, অপহরণ করা, আটকে রাখার মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।

এদিকে জওহরলাল নেহেরু ইউনার্ভিসিটি টিচার্স অ্যাসোসিয়েশন ওই অধ্যাপকের পাশে দাঁড়িয়েছে। তাঁদের দাবি, অভিযুক্তদের কোনওভাবে ছাড়া যাবে না। দিল্লি পুলিশ যেন এনিয়ে সবরকম উদ্যোগ নেয়।প্রফেসর বাভিস্কার ও তাঁর পরিবারের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ছুটি বাতিল হয়েছে জেলা পুলিশেরও, নারী নিরাপত্তায় নামছে ড্রোন, সিসি ক্যামেরায় নজর ছোট্ট মেয়ের কষ্ট মুছল কলকাতা হাইকোর্ট, বাবা–মাকে এক করতেই দুর্গাপুজো জমজমাট ‘অনশন মঞ্চ থেকে ফিরে, ব্রেকফাস্ট দাও বলতে…’! শ্রীলেখা লেখায় হাসির ধুম, এল জবাবও ফের কাছাকাছি! ভালোবাসার মানুষকে চিয়ার করতে এলেন খুশি, নেটিজেনরা বলছে ‘সো সুইট’ মহাসপ্তমীর 'কলা বৌ স্নান', নদী-পুকুর ঘাটে বিশেষ মুহূর্ত ভারত রত্ন দেওয়া হোক রতন টাটাকে, শিল্পপতির প্রয়াণে প্রস্তাবনা পাশ সরকারের ‘পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে টিকিয়ে থাকাই কঠিন'…বলিউড নিয়ে সোজাসাপটা বেবো বন্যা দেখতে গিয়ে ওল কিনে বাড়ি ফিরেছিলেন, হয় তীব্র ট্রোলিং, এবার জবাব দিলেন রচনা খেলোয়াড়দের না জানিয়েই নিয়ম! ATPর ওপর বিরক্ত জোকার…আবারও আম্পায়ারের সঙ্গে ঝামেলা ফল ও সবজির দামের মাত্র এক-তৃতীয়াংশ পান কৃষকেরা! বাকি লাভ কোথায় যায়?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.