জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। এনিয়ে তিনি নিজেই ফেসবুকে দাবি করেছিলেন। তাঁর দাবি তিনি বিশ্ববিদ্যালয় থেকে ফিরছিলেন। সেই সময় তাঁকে কয়েকজন তুলে নিয়ে যায়। দিল্লি পুলিশ ইতিমধ্যেই অপহরণ, ডাকাতির মামলা রুজু করেছে।
শারদ বাভিস্কর নামে ওই অধ্যাপক লিখেছেন, আমি কোনওরকমে বেঁচে গিয়েছি। জেএনইউ থেকে ফেরার পথে আমাকে অপহরণ করা হয়েছিল। এখনও আতঙ্ক কাটছে না। আমার গাড়ি, পার্সও তাদের দিতে হয়েছে কারন তারা অনেকজন ছিল। আমার ক্রেডিট কার্ডও চুরি করেছে। আমার দোষ হল তারা জেএনইউকে পছন্দ করে না। তারা সকলে বলছিল মোদীর সমর্থক। তারা আমাকে দেশবিরোধী বলছিল। কোনওভাবে জেএনইউতে ফিরে আসি।
তবে ওই অধ্যাপক এনিয়ে আর বিশেষ কিছু জানাননি। পুলিশও এনিয়ে বিশেষ কিছু বলতে চায়নি। তিনি বসন্তকুঞ্চ থানায় অভিযোগ দায়ের করেছেন। ডেপুটি কমিশনার অফ পুলিশ (পশ্চিম) ঘনশ্যাম বনশল জানিয়েছেন, তাঁর অভিযোগের ভিত্তিতে আহত করা, অপহরণ করা, আটকে রাখার মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।
এদিকে জওহরলাল নেহেরু ইউনার্ভিসিটি টিচার্স অ্যাসোসিয়েশন ওই অধ্যাপকের পাশে দাঁড়িয়েছে। তাঁদের দাবি, অভিযুক্তদের কোনওভাবে ছাড়া যাবে না। দিল্লি পুলিশ যেন এনিয়ে সবরকম উদ্যোগ নেয়।প্রফেসর বাভিস্কার ও তাঁর পরিবারের সুরক্ষার ব্যবস্থা করতে হবে।