একদিকে দেশজুড়ে বেকারত্বের যন্ত্রণা। তার মাঝেই সামনে এল সমীক্ষার ছবি। যেখানে দেখা যাচ্ছে দেশের ৯টি সেক্টরে নাকি কর্মসংস্থান অনেকটাই বেড়েছে। শূন্যপদও রয়েছে প্রচুর।
জিয়া হক
কোয়ার্টারলি এমপ্লয়মেন্ট সার্ভের সমীক্ষায় কর্মসংস্থান নিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষায় দেখা যাচ্ছে সংগঠিতক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির প্রবণতা রয়েছে। এমনকী দেশের ৯টি সেক্টরে অন্তত ১৮৬০০০ শূন্যপদের কথাও উল্লেখ করা হয়েছে। দেশ জুড়ে কাজের খরায় এ যেন একেবারে মেঘ না চাইতেই জল। এদিকে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে ২০২১ সালের অক্টোবর-ডিসেম্বর মাসে ৯টি সেক্টরে ৪০০,০০০ কর্মসংস্থান তৈরি হয়েছে।
এই সমীক্ষা উৎপাদনক্ষেত্র, নির্মাণকাজে, ব্যাবসা, পরিবহণ, শিক্ষা, স্বাস্থ্য, রেস্তরাঁ, আইটি ও বিপিও, ও অর্থনৈতিক ক্ষেত্রে করা হয়েছিল। ২০১৩-১৪ সালের আগে যে সমস্ত সংস্থা তৈরি হয়েছিল সেখানেই কেবলমাত্র সমীক্ষা করা হয়েছে। এদিকে এই সমীক্ষা দেখে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, সমীক্ষার রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে দেশে কর্মসংস্থান বাড়ছে।