বুধবার একেবারে অন্য মুডে ধরা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হ্যালোইন আসন্ন। সেই উপলক্ষে ওই দিন হোয়াইট হাউসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নানা বয়সের মানুষ যোগ দিয়েছিলেন সেই আয়োজনে।
আগতদের মধ্য়ে অনেক শিশুও ছিল। তেমনই একটি শিশুকে তার বাবা-মা সাজিয়েছিল মুরগির মতো করে! মায়ের কোলে চড়ে সে এসেছিল দেশের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষটির বাসভবনে।
মুরগির পোশাক পরা ওই শিশুটিকে দেখে মন গলে যায় ৮১ বছরের বৃদ্ধ প্রেসিডেন্টের। এদিকে, সেই সময়ে অনুষ্ঠানস্থলের আবহসঙ্গীত হিসাবে বাজানো হচ্ছে বিখ্যাত হলিউডি ছবি জওস (Jaws - যে ছবিতে হাঙরের বিভীষিকা তুলে ধরা হয়েছিল)-এর থিম সং।
এমন এক প্রেক্ষাপটে মায়ের কোলে থাকা, মুরগি-বেশী সেই দুধের শিশুর পায়ের আলতো করে 'কামড়' দেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর এমন কাণ্ডে মায়ের কোলে থাকা শিশুটি খিল খিল করে হেসে ওঠে।
প্রেসিডেন্টের এহেন আচরণে শিশুর মা বিন্দুমাত্র বিরক্ত হননি। বরং, তাঁকে দেখা গিয়েছে হাসি মুখে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে। মার্কিন প্রেসিডেন্টের এমন এক মজার মুহূর্তের ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি বিশেষ।
এদিকে, উৎসবের এই মুহূর্তে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে কমলা রঙের সেফটি ভেস্ট পরে আবর্জনার ট্রাক চালাতে দেখা গেল!
শুধু তাই নয়। সেখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্পের প্রশ্ন, 'আমার এই আবর্জনার ট্রাক আপনাদের কেমন লাগছে? কমলা হ্যারিস এবং জো বাইডেনকে সম্মান জানিয়েই এই আবর্জনার ট্রাক চালাচ্ছি।'
প্রসঙ্গত, সম্প্রতি আমেরিকায় বসবাসকারী অভিবাসীদের ঘুরিয়ে 'আবর্জনা' বলে সম্বোধন করার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। তার পালটা বাইডেন ট্রাম্পের সমর্থকদের 'আবর্জনা' বলেন বলে দাবি রিপাবলিকানদের।
ওয়াকিবহাল মহলের বক্তব্য, বাইডেনের সেই 'আবর্জনা' মন্তব্য হাতিয়ার করে প্রতিপক্ষ তথা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে কোণঠাসা করতেই ডোনাল্ড ট্রাম্প আবর্জনার ট্রাক চালানোর সিদ্ধান্ত নেন!
বাইডেন এবং ট্রাম্পের এহেন আচরণে সোশাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। সেখানে 'নানা মুনির নানা মত'! অনেকেই দুই নেতার মধ্যে তুলনা টানছেন।
দক্ষিণপন্থী হিসাবে পরিচিত ধারাভাষ্যকার নিক সর্টার তাঁর এক্স হ্যান্ডেলে, হোয়াইট হাউসের হ্যালোইন অনুষ্ঠানে বাইডেনের আচরণ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।
তিনি লিখেছেন, 'উইসকনসিনে আয়োজিত নির্বাচনী প্রচারের সময় প্রেসিডেন্ট ট্রাম্প সাফাই কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে, জো বাইডেন হোয়াইট হাউসের হ্যালোইন পার্টিতে সত্যি সত্যিই বাচ্চাদের কামড় দিচ্ছেন। এসব কী হচ্ছে?'
মেগিন কেলি শো-এ কর্মরত স্টিভ ক্র্যাকাউয়ের লিখেছেন, 'জো বাইডেন একটি শিশুকে কামড় দিলেন। আর ২০২৪ শেষ হয়ে গেল...!'
আরও এক এক্স ব্যবহারকারী লিখেছেন, 'মনে করুন, জো বাইডেনের কুকুর মেজর হোয়াইট হাউসে অন্তত ২৪ বার মানুষকে কামড়েছে। হয়তো সে তার মালিকের কাছ থেকেই এমনটা করতে শিখেছে!'