বিদায়বেলায় ভারতের জন্য সুখবর দিলেন (বিদায়ী) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার তাঁর সরকারের তরফে একটি বিবৃতি প্রকাশ করে মার্কিন কংগ্রেসকে জানানো হয়েছে, এমএইচ-৬০আর মাল্টি-মিশন হেলিকপ্টার ইকুইপমেন্ট এবং সেই সংক্রান্ত সামগ্রীগুলি ভারতকে বিক্রি করতে প্রস্তুত আমেরিকা। সব মিলিয়ে যার মূল্য ১.১৭ বিলিয়ন মার্কিন ডলার।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই প্রেক্ষিতে মার্কিন কংগ্রেসে পেশ করা সংশ্লিষ্ট বিবৃতিতে জানানো হয়েছে, এর ফলে ভারতের সাবমেরিন প্রতিরোধী সামরিক শক্তি আরও বাড়বে। সেইসঙ্গে, ভবিষ্যতে ভারত যেকোনও সামরিক আঘাতের হাত থেকে নিজেকে আরও ভালোভাবে রক্ষা করতে পারবে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট পদে নির্ধারিত চার বছরের মেয়াদ সম্পূর্ণ করতে জো বাইডেনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি রয়েছে। সেই সময়ে এমন একটি সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। আগামী (২০২৫) বছরের ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ফের একবার শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন কংগ্রেসে যে বিবৃতি পেশ করা হয়েছে, সেই অনুসারে, ভারত আমেরিকার কাছ থেকে ৩০টি মাল্টিফাংশনাল ইনফরমেশন ডিস্ট্রিবিউশ সিস্টেম-জয়েন্ট ট্যাকটিক্যাল রেডিয়ো সিস্টেম (এমআইডিএস-জেটিআরএস) কিনতে চেয়ে প্রস্তাব দিয়েছিল।
এই কেনাবেচার মধ্যে আরও যা কিছু থাকছে, সেগুলি হল - অত্যাধুনিক তথ্য বা ডেটা পরিবহণ ব্যবস্থাপনা, জ্বালানি সঞ্চিত রাখা বাহ্যিক ট্যাঙ্ক, এএন/এএএস ৪৪সি(ভি) ফরওয়ার্ড লুকিং ইনফ্রারেড (এফএলআইআর) সিস্টেমস, একটি অপারেটর মেশিন ইন্টারফেস অ্যাসিসট্যান্ট, অতিরিক্ত কিছু কন্টেনার প্রভৃতি।
এছাড়াও, এই বেচাকেনার মাধ্যমে ভারতকে সংশ্লিষ্ট পণ্যগুলির সুবিধা সংক্রান্ত তথ্যাবলী, তার নকশা, নির্মাণ, পরীক্ষামূলক ব্যবহার প্রভৃতিতে সাহায্য করবে আমেরিকা। এই পুরো প্রক্রিয়াটি মূলত যে ঠিকাদার সংস্থার মাধ্যমে সারা হবে, সেটি হল - লকহিড মার্টিন রোটারি অ্যান্ড মিশন সিস্টেমস।
সংশ্লিষ্ট ওই বিবৃতিতে মার্কিন কংগ্রেসকে আরও জানানো হয়েছে, এই কেনাবেচা সম্পূর্ণ করতে মার্কিন সরকারের তরফে সর্বাধিক ২০ জন এবং সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার তরফে সর্বাধিক ২৫ জন প্রতিনিধিকে কিছু সময়ের জন্য ভারতে পাঠানো হবে।
তাঁরাই ভারতীয় দায়িত্বপ্রাপ্ত কর্মী ও আধিকারিকদের এই প্রকল্পের অধীনে প্রযুক্তিগত সহযোগিতা এবং পরিচালনা ব্যবস্থাপনা প্রদান করবেন।
আরও পড়ুন: 'পারমাণবিক শক্তিধর...', ভারতকে নিয়ে কী ভাবেন 'ট্রাম্পের NSA' মাইক ওয়াল্টজ?
আরও পড়ুন: ট্রাম্পের প্রত্যাবর্তনে কতটা প্রভাবিত হবে ভারতীয় বাণিজ্য? কী বললেন বিদেশমন্ত্রী?