বাংলা নিউজ > ঘরে বাইরে > Ajay Banga: বিশ্বব্যাঙ্কের প্রধানের পদে বাইডেন মনোনীত করলেন অজয় বাঙ্গাকে, কাউন্টডাউন শুরু প্রবাসী ভারতীয়কে ঘিরে

Ajay Banga: বিশ্বব্যাঙ্কের প্রধানের পদে বাইডেন মনোনীত করলেন অজয় বাঙ্গাকে, কাউন্টডাউন শুরু প্রবাসী ভারতীয়কে ঘিরে

মাস্টারকার্ডের প্রাক্তন সিইও অজয় বাঙ্গা।

বিশ্বব্যাঙ্কের বর্তমান প্রধান ডেভিড ম্যালপাস ইতিমধ্যেই নিজের পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন। আর সেই জায়গায় এবার ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী অজয় বাঙ্গাকে মনোনিত করলেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য়, প্রবাসী ভারতীয়দের পর পর মাইলস্টোন দখলের দৌড়ে তালিকায় আরও এক নতুন নাম অজয় বাঙ্গা।

লক্ষ্মীবার বৃহস্পতিবারে বিশ্বব্যাঙ্কের নেতৃত্বের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত করলেন মাস্টারকার্ডের প্রাক্তন সিইও অজয় বাঙ্গাকে। বিশ্বব্যাঙ্কের বর্তমান প্রধান ডেভিড ম্যালপাস ইতিমধ্যেই নিজের পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন। আর সেই জায়গায় এবার ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী অজয় বাঙ্গাকে মনোনীত করলেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য়, প্রবাসী ভারতীয়দের পর পর মাইলস্টোন দখলের দৌড়ে তালিকায় আরও এক নতুন নাম অজয় বাঙ্গা।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে নানা উন্নয়নের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বিশ্বব্যাঙ্ক। সেই নামী প্রতিষ্ঠানের প্রধানের পদে কাকে আসীন করা হবে, তার আবেদন গ্রহণ শুরু হয়েছে। ইতিমধ্যেই মনোনয়নের পর্ব শুরু হয়ে গিয়েছে। আগামী ২৯ মার্চ পর্যন্ত চলবে এই মনোনয়ন গ্রহণের পালা। তবে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, বিশ্বব্যাঙ্কের শীর্ষ পদে কোনও মহিলার মনোনয়নকেই অগ্রাধিকার দেওয়া হবে। উল্লেখ্য, বিশ্বব্যাঙ্কের প্রধানের পদে আমেরিকান ও আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধান হিসাবে একজন ইউরোপিয়ানই আসীন হন। এদিকে, মার্কিন প্রেসিডেন্টের মনোনীত ৬৩ বছর বয়সী অজয় বাঙ্গা বর্তমানে ‘জেনারেল আটলান্টিক’এর ভাইস চেয়ারম্যান। এর আগে, মাস্টারকার্ডের সিইওর পদে ছিলেন অজয় বাঙ্গা। অজয় বাঙ্গাকে মনোনয়নের পর এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জানান,'জলবায়ু পরিবর্তন সমেত বর্তমান সময়ের সবচেয়ে জরুরি চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারী-বেসরকারী সংস্থানগুলিকে একত্রিত করার সমালোচনামূলক অভিজ্ঞতা' রয়েছে অজয় বাঙ্গার। (‘আমিও গোমাংস খাই’, ভোটের আগে মেঘালয়ের বিজেপি প্রধানের বক্তব্যে শোরগোল)

প্রসঙ্গত, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নানান বিষয়ে যখন গোটা বিশ্বে বিভিন্ন আলোচনা প্রাসঙ্গিক হচ্ছে, তখনই বিশ্বব্যাঙ্কের প্রধানের পদে অজয় বাঙ্গার মতো ব্যক্তিত্বকে মনোনীত করে কার্যত মাস্টার স্ট্রোক দিতে চেয়েছেন জো বাইডেন। প্রসঙ্গত, বিশ্বব্যাঙ্কের সবচেয়ে বড় গ্রাহক রাষ্ট্রসংঘ। সেই জায়গা থেকে এই পদ বেশ খানিকটা চ্যালেঞ্জিং। বিশেষত বর্তমানে কোভিড পরবর্তী সময়ে যেখানে দেশে দেশে ক্রমাগত আর্থিক বিপর্যয় ও প্রকল্পে ধস দেখা যাচ্ছে সেই জায়গা থেকে বিশ্বব্যাঙ্কের ভূমিকা বেশ তাৎপর্যপূর্ণ। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

ঘরে বাইরে খবর

Latest News

কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.