প্রায় এক মাস আগেই এক নির্বাচনী জনসভা থেকে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি নির্বাচনে জিতলে জো বাইডেনের 'গান কন্ট্রোল' নীতি বদলে ফেলবেন। আর আজ সেই ট্রাম্পই এক বন্দুকবাজের হামলায় জখম হয়েছেন পেনসিলভেনিয়ায়। এই ঘটনার পরে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট লিখেছেন বাইডেন। তাঁর কথায়, 'পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চলার ঘটনার খবরটি শুনেছি। ট্রাম্প আপাতত নিরাপদে আছেন এবং ভালো আছেন। আমি এটা শুনে নিশ্চিন্ত হয়েছি।'
বাইডেন সোশ্যাল মিডিয়া বার্তায় আরও লেখেন, ট্রাম্প, এবং তাঁর পরিবার এবং সমাবেশে যাঁরা ছিলেন, তাঁদের জন্য প্রার্থনা করছি। ঠিক কী ঘটেছে, সেই সংক্রান্ত বিশদ তথ্যের জন্য অপেক্ষা করছি। ট্রাম্পকে নিরাপদে সেখান থেকে বের করে আনায় সিক্রেট সার্ভিসের ওপর জিল এবং আমি কৃতজ্ঞ। আমেরিকায় এ ধরনের হিংসার কোনও ঠাঁই নেই। এ ধরনের ঘটনার নিন্দা করার ক্ষেত্রে আমাদের একজোট থাকতে হবে।' এদিকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এই হামলার নিন্দা জানিয়েছেন। তাঁর কথায়, 'আমাদের গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই।' এদিকে ডোনাল্ড ট্রাম্প জানান, তাঁর কান ঘেঁষে গুলি চলে গিয়েছে।
উল্লেখ্য, পেনসিলভেনিয়ার বাটলারে এক নির্বাচনী জনসভা চলাকালীন গুলি চলে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে। সেই ঘটনার পরই রক্তাক্ত অবস্থায় ডোনাল্ড ট্রাম্পকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়। এদিকে হামলাকারী বন্দুকবাজকে খতম করা হয়েছে বলে জানা গিয়েছে। অপরদিকে এই গুলি চালানোর ঘটনায় জনসভায় আগত একজনের মৃত্যু হয়েছে। আরও একজন গুরুতর ভাবে জখম অবস্থায় হাসপাতালে ভরতি আছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার ফুটেজে দেখা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্প মাটিতে লুটিয়ে পড়ছেন এবং গুলির শব্দ শুনে নিরাপত্তা কর্মকর্তারা তাঁকে ঘিরে ফেলছেন। তখন ট্রাম্পের মুখে রক্তাক্ত। সেই অবস্থায় তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে রিপোর্ট অনুযায়ী, এবছর ৩০ জুন পর্যন্ত আমেরিকায় ৩০২টি বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে। এই সব ঘটনা সব মিলিয়ে ৩৯০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২১৬ জন। এরপর এই জুলাই মাসেও ট্রাম্পের ওপরে হামলার ঘটনা সহ ৩৪টি 'মাস শুটিংয়ের' ঘটনা ঘটেছে আমেরিকায়। এই সব ঘটনায় প্রায় হারিয়েছেন মোট ৩২ জন। এই আবহে ১৩ জুলাই পর্যন্ত এই বছর আমেরিকায় মাস শুটিংয়ে অফিশিয়ালি মৃত ৪২২ জন। আর এখনও পর্যন্ত মাস শুটিংয়ের ঘটনা ঘটেছে ৩৩৬টি।