জো বাইডেন ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন কি না, তা নিয়ে রয়েছে বিস্তর সংশয়। বর্তমানে বাইডেনের বয়স ৮০ বছর। আগামী বছর তাঁর বয়স হবে ৮১ বছর। এত বছর বয়সে কোনওদিনই কোনও মার্কিন রাজনীতিবিদ রাষ্ট্রপতি হননি আমেররিকার। তবে সেই সব ইতিহাস মুছে ফেলে বাইডেন ২০২৪ সালের নির্বাচনে লড়াই করার পরিকল্পনা করছেন বলে জানা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নিজে মুখেই সেই পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও বাইডেন ঘোষণা করেননি যে তিনি আগামী নির্বাচনে লড়বে। অপরদিকে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই নির্বাচনে লড়াই করার বিষয়ে ঘোষণা করেছেন। তবে পর্ন তারকাকে ঘুষ কাণ্ডে আপাতত তিনি জটিল পরিস্থিতির সম্মুখীন। এই আবহে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট দিলেন বাইডেন। (আরও পড়ুন: 'মমতা আদপে ফ্যাসিস্ট', দিল্লির ডিএ ধরনায় মুখ্যমন্ত্রীর মুণ্ডপাত, উঠল চোর স্লোগান)
সোমবার মার্কিন সংবাদ চ্যানেল এনবিসির ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, 'প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হওয়ার পরিকল্পনা আছে আমার। তবে এখনই নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করছি না।' তাঁর কথায়, প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করলেও এখনও সেই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করার জন্য প্রস্তুত নন তিনি। এদিকে জানা গিয়েছে, হোয়াইট হাউসে বাইডেন প্রশাসনের উপদেষ্টারা বাইডেনের নির্বাচনী প্রচার শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন শীঘ্রই।
আরও পড়ুন: ২০২৪-এর আগে জতীয় স্বীকৃতি হারিয়ে কী ‘লোকসান’ হল তৃণমূল কংগ্রেসের? জানুন বিশদে
এদিকে ২০২৪ সালেও কি কমলা হ্যারিসকেই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী করে লড়বেন বাইডেন? জানা গিয়েছে, মত পার্থক্য এবং বিভিন্ন সময়ে বিতর্ক হলেও কমলাকে সঙ্গে নিয়েই নির্বাচনে লড়তে পারেন বাইডেন। উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে হোয়াইট হাউস দখল করেছিলেন বাইডেন। বারাক ওবামার প্রশাসনে আটবছর ভাইস প্রেসিডেন্ট থাকা বাইডেনের শারীরির স্থিতিশীলতা নিয়ে অবশ্য প্রশ্ন রয়েছে। এদিকে ঘরোয়া রাজনীতিতেও একাধিক ইস্যুতে কোণঠাসা হয়ে আছেন তিনি। তা সত্ত্বেও ২০২৪ সালে নির্বাচনে লড়লে রিপাবলিকান পদপ্রার্থীকে তিনি হারাতে পারবেন কি না, তা নিয়ে ডেমোক্র্যাটদের মনেও কিঞ্চিত সংশয় রয়েছে। এদিকে আমেরিকায় শেষবার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন নির্বাচনে হারেন। তবে তার আগে শেষবার ১৯৯২ সালের নির্বাচনে জর্জ এইচ ডাব্লু বুশ প্রেসিডেন্ট থাকাকীলন হেরেছিলেন।