ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেন জানান, তিনি এবং তাঁর স্ত্রী এই মর্মান্তির দুর্ঘটনার খবর জানতে পেরে গভীরভাবে শোকাহত। একটি বিবৃতি প্রকাশ করে বাইডেন বলেন, 'ভারতের প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার মর্মান্তিক সংবাদে মর্মাহত ফার্স্ট লেডি ডঃ জিল বাইডেন এবং আমি। এই দুর্ঘটনায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন এবং যারা এই ভয়াবহ ঘটনায় আহত হয়েছেন তাঁদের জন্য আমরা প্রার্থনা করছি।' তিনি আরও বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত সংস্কৃতির গভীর বন্ধনে আবদ্ধ। সমগ্র আমেরিকার লোকেরা ভারতের জনগণের পাশে আছে এবং এই দুর্ঘটনায় শোক প্রকাশ করছে।'
এদিকে এই দুর্ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শোকপ্রকাশ করেছেন বলে জানায় ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। দূতাবাসের তরফে এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'ওড়িশার প্রাণঘাতী ট্রেন সংঘর্ষের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাঁর সমবেদনা জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় তাদের প্রিয়জনদের হারিয়েছে তাদের শোক ভাগ করে নিচ্ছি আমরা। এছাড়া দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।' এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও শোকপ্রকাশ করে বিবৃতি পেশ করেছেন। তাছাড়া চিনও এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছে।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। এই সময় উলটো দিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডলের লাইনচ্যুত বগিগুলিতে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ওড়িশার বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে ১২৮৪১ আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। এর জেরে সেই ট্রেনের বি২, বি৩, বি৪, বি৫, বি৬, বি৭, বি৮, বি৯, এ১ এবং এ২ কোচ উলটে যায়। এছাড়া ট্রেনের ইঞ্জিন এবং বি১ কোচটি লাইন থেকে ছিটকে যায়। এই দুর্ঘটনার জেরে যশবন্তপুর হামসফর এক্সপ্রেসেরও বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। গতকাল এই দুর্ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী মোদী।