বাংলা নিউজ > ঘরে বাইরে > Joe Biden Wishes India: গান্ধীর ‘সত্য ও অহিংসা’র পথকে স্মরণ, ভারতকে স্বাধীনতা দিসবে শুভেচ্ছা বাইডেনের

Joe Biden Wishes India: গান্ধীর ‘সত্য ও অহিংসা’র পথকে স্মরণ, ভারতকে স্বাধীনতা দিসবে শুভেচ্ছা বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  (AFP)

বাইডেন এদিন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়-আমেরিকান সম্প্রদায় আমাদের আরও উদ্ভাবনী এবং শক্তিশালী জাতিতে পরিণত করেছে।’

মহাত্মা গান্ধীর ‘সত্য ও অহিংসা’র পথের কথা স্মরণ করে ভারতকে স্বাধীনতা দিসবে শুভেচ্ছাবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারত-আমেরিকার কূটনৈতিক সম্পর্কেরও ৭৫ বর্ষপূর্তি হল আজ। এই আবহে জো বাইডেন বলেন, ‘ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র অবিচ্ছেদ্য বন্ধু।’

বাইডেন এদিন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়-আমেরিকান সম্প্রদায় আমাদের আরও উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এবং শক্তিশালী জাতিতে পরিণত করেছে।’ বাইডেন আরও বলেন, ‘আইনের শাসন এবং আমাদের সম্মিলিত অঙ্গীকারের ভিত্তি হল ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্ব। দুই দেশই মানুষের স্বাধীনতা এবং মর্যাদার প্রতি নজর দেয়। আমাদের জনগণের মধ্যে গভীর বন্ধন রয়েছে। এর জন্য আমাদের অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়েছে।’

আরও পড়ুন: আগামী ২৫ বছরের নীল নকশা থেকে নেহরু স্মরণ, একনজরে মোদীর ‘স্বাধীনতা মন্ত্র’

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৪ মিলিয়ন ভারতীয়-আমেরিকান রয়েছেন। এই আবহে মার্কিন সেক্রেটারি অফ স্টেট বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, দুটি মহান গণতন্ত্র হিসাবে ভারত ও আমেরিকার অংশীদারিত্ব আমাদের জনগণের নিরাপত্তা বৃদ্ধি করবে এবং আমাদের আরও সমৃদ্ধ করে তুলবে। পাশাপাশি বিশ্বের মঙ্গলের জন্য অবদান রাখব আমরা। শুভ স্বাধীনতা দিবস, ভারত!’ প্রসঙ্গত, নয়াদিল্লিতে আমেরিকার দূতাবাস স্থাপিত হয়েছিল ১৯৪৬ সালের ১ নভেম্বর। সেই সময় থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

আমেরিকা ছাড়াও আরও অনেক দেশের প্রধান শুভেচ্ছাবার্তা পাঠান ভারতের উদ্দেশে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক টুইট বার্তায় লেখেন, ‘প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী, ভারতের প্রিয় মানুষ... স্বাধীনতা দিবসে আপনাদের অভিনন্দন। আপনার যখন গত ৭৫ বছরে ভারতের অর্জন উদযাপন করছেন, জানবেন যে ফ্রান্স সবসময় আপনার পাশে আছে।’ এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ভারতের সাফল্যের প্রশংসা করেন। এছাড়াও, মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসও স্বাস্থ্য এবং ডিজিটাল ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেন টুইট বার্তায়।

বন্ধ করুন