
Indian Navy Jobs: দশ ক্লাস পাশ করলেই মিলবে চাকরি!
১ মিনিটে পড়ুন . Updated: 23 Jul 2021, 08:08 PM IST- দশম শ্রেণী পাশের যোগ্যতাতেই আবেদন করতে পারবেন ভারতীয় নেভিতে।
নেভিতে দেশের হয়ে কাজ করে স্বপ্নপূরণ করতে চান? সেক্ষেত্রে রয়েছে সুযোগ। দশম শ্রেণী পাশের যোগ্যতাতেই আবেদন করতে পারবেন ভারতীয় নেভিতে। জেনে নিন এ বিষয়ে বিশদে-
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে।
বয়সসীমা
১৭ থেকে ২০ বছরের মধ্যে বয়স হতে হবে। আবেদনকারীদের জন্মতারিখ ১ এপ্রিল ২০০১ থেকে ৩০ সেপ্টেম্বর ২০০৪-এর মধ্যে হতে হবে।
শূন্যপদ
শেফ, স্টিউয়ার্ড এবং স্যানিটারি হাইজিনিস্ট পদে নিয়োগ করা হবে। এগুলিকে সেলর ফর এমআর পোস্ট বলা হয়। এমআর-এর পুরো শব্দ হল ম্যাট্রিক রিক্রুট। অর্থাত্ ম্যাট্রিক পাশের যোগ্যতাতেই এই নিয়োগ করা হয়। মোট শূন্যপদের সংখ্যা ৩৫০ । নির্দিষ্ট ক্ষেত্রের জন্য প্রশিক্ষণ ছাড়াও আবশ্যিকভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হবে।
নির্বাচন পদ্ধতি
মোট ১৭৫০ জনকে লিখিত পরীক্ষা এবং শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষার নম্বরে রাজ্যবিশেষে ভিন্ন কাট-অফ থাকবে।
নেভির ওয়েবসাইটের লিঙ্ক : ক্লিক করুন এইখানে