Joshimath Lanslide: জোশীমঠে কেন এই ভয়ানক ভূমিধস? কী হবে হাজার হাজার মানুষের?
Updated: 07 Jan 2023, 11:33 AM ISTক্রমেই 'বসে' যাচ্ছে জোশীমঠ। এই আবহে জোশীমঠের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। একটি বড় অস্থায়ী পুনর্বাসন কেন্দ্র স্থাপনেরও নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। পুষ্কর ধামি শুক্রবার এই নিয়ে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করে। সেখানে জোশীমঠ অঞ্চলের শত শত বাড়িতে ফাটল দেখা যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এদিকে বিপর্যয়পূর্ণ পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। বিপর্যস্তদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে আনা হয়েছে হেলিকপ্টার। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। জোশীমঠই নয়, পাশের আউলি শহরেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। এই আবহে প্রশাসনের তরফে আউলিতে গাড়ি ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
(HT_PRINT)