বিশ্বকল্যাণ পুরকায়স্থ
অসমের গুয়াহাটির এক সিনিয়র সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। আদিবাসী সম্প্রদায়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তার পরিবারের সদস্যদের দাবি, মঙ্গলবার তাকে অনেকক্ষণ আটক করে রাখা হয়েছিল। তিনি অসম কো অপারেটিভ অ্যাপেক্স ব্যাঙ্কের একটি অনিয়মের অভিযোগে যে প্রতিবাদ কর্মসূচি হচ্ছিল তা নিয়ে কভার করতে যান। তখন তাঁকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম দিলওয়ার হুসেন মজুমদার। তাঁর বিরুদ্ধে (3(1)(r) Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989 (Amendment 2015) and 351-2 (criminal intimidation) of the Bharatiya Nyaya Sanhita (BNS) এই ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ মামলা রুজু করার সময় লিখেছে, অভিযুক্ত সরাসরি অপমানজনক মন্তব্য করার সঙ্গে যুক্ত। অভিযোগকারী বয়ান অনুসারে জানা গিয়েছে অভিযুক্ত অপমানজনক কথা বলেছিলেন।এর জেরে অপমানিত বোধ করেন ওই অভিযোগকারী।
এই গ্রেফতারের পেছনে পুলিশ অভিযোগকারীর মানসিক যন্ত্রণার কথা উল্লেখ করেছে।
এদিকে ওই সাংবাদিকের আইনি পরামর্শদাতারা জানিয়েছেন, গ্রেফতারের বিষয়টি পুরো অগণতান্ত্রিক। একজন ভারতীয়র আইনগত অধিকার এর মাধ্যমে বিঘ্নিত হয়েছে। তাঁরা জামিনের জন্য় আবেদন করছেন।
আইনজীবীরা জানিয়েছেন যে চার্জ দেওয়া হয়েছে দিলওয়ারের বিরুদ্ধে তা জামিন যোগ্য। সাত বছরের নীচে শাস্তির ব্যবস্থা রয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, তাঁকে আটক করার আগে পুলিশের উচিত ছিল নোটিশ জারি করা। আটক করার সময় পরিবারের সঙ্গে ও আইনি পরামর্শদাতাদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। এটা অধিকার ভঙ্গের সমান।
সূত্রের খবর হুসেন গুয়াহাটির পান বাজারে অ্যাপেক্স ব্যাঙ্কের সদর দফতরে মঙ্গলবার বিকালে ওই প্রতিবাদ কর্মসূচি কভার করতে গিয়েছিলেন। তিনি সোশ্য়াল মিডিয়ায় একটি ছোট ভিডিয়ো ক্লিপ শেয়ার করেছিলেন। সেখানে তিনি প্রশ্ন করছিলেন ব্যাঙ্কের এমডিকে একটি নিয়োগ দুর্নীতি নিয়ে।
তবে দিলওয়ারের প্রশ্নের কোনও উত্তর দেননি ওই এমডি।
এদিকে দিলওয়ার পরে সোশ্য়াল মিডিয়ায় লেখেন, আমি অ্যাপেক্স ব্যাঙ্কের খবর সংগ্রহের জন্য় গিয়েছিলাম। দুর্নীতি নিয়ে খবর। আমি বুঝতে পারছি না পানবাজার পুলিশ কেন নিয়ে এল, আমি এখন থানায় রয়েছি।
তিনি লেখেন, আমার কণ্ঠস্বরকে বন্ধ করতে পারবে না। পানবাজার থানায় আমায় আটক করা হয়েছে। আমি অ্য়াপেক্স ব্যাঙ্কের এমডিকে দুর্নীতি নিয়ে প্রশ্ন করেছিলাম।
তিনি স্থানীয় নিউজ চ্যানেলের সাংবাদিক। গুয়াহাটি প্রেস ক্লাব এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে ও শহরে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছিল। গোটা ঘটনার নিন্দা জানিয়েছে প্রেস ক্লাব। প্রেস ক্লাবের সভাপতি সুস্মিতা গোস্বামী ও সাধারণ সম্পাদক সঞ্জয় রায় এই গ্রেফতারকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।
প্রেস ক্লাব অফ ইন্ডিয়া গুয়াহাটি প্রেস ক্লাবের পাশে দাঁড়িয়েছে ও ঘটনার নিন্দা করেছে।
অ্য়াপেক্স ব্যাঙ্কের এমডি ডাম্বারু সইকিয়া জানিয়েছেন, দিলওয়ার হোসেন তাঁকে অনুসরন করে জোর করে অফিসে আসেন। আমাদের নিরাপত্তারক্ষীর দাবি ওই ব্যক্তি তাঁর সম্প্রদায়ের কথা উল্লেখ করে অপমান করেছেন। অপর এক আধিকারিক জানিয়েছেন, ওই ব্যক্তি গুরুত্বপূর্ণ নথি চুরি করার চেষ্টা করছিল। আইনশৃঙ্খলার অবনতির জন্য পুলিশ ডাকেন।