লকডাউনের শুরু থেকে এখনও পর্যন্ত তাঁরা কাজ করে চলেছেন। তাই তাঁদেরও প্রথম সারির করোনা যোদ্ধা হিসাবে ধরা উচিত্। বুধবার এমনটাই বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
1/5সাংবাদিকরা কঠিন পরিস্থিতিতেও লড়াই করছেন। লকডাউনের শুরু থেকে এখনও পর্যন্ত তাঁরা কাজ করে চলেছেন। তাই তাঁদেরও প্রথম সারির করোনা যোদ্ধা হিসাবে ধরা উচিত্। বুধবার এমনটাই বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফাইল ছবি : এএনআই (ANI)
2/5প্রথম সারির করোনা যোদ্ধা হিসাবে সাংবাদিকদের আগে টিকাকরণের দাবি করেন কেজরিওয়াল। তিনি বলেন, চিকিত্সক, স্বাস্থ্যকর্মী, পুলিশকর্মীদের মতোই তাঁরাও করোনার বিরুদ্ধে লড়াই করছেন। প্রতিনিয়ত কঠিন পরিস্থিতিতেও বাইরে বেরিয়ে কাজ করতে হচ্ছে। ফাইল ছবি : পিটিআই (ANI)
3/5এছাড়া কাজের ধরনের কারণে রিপোর্টারদের বিভিন্ন স্থানে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করতে হয়। ভিড় স্থানেও বাধ্য হয়ে যেতে হয়। ফাইল ছবি : পিটিআই (ANI)
4/5এই দিকগুলি মাথায় রেখেই তাঁদের যাতে অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই আর্জিই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি করেছেন তিনি। ফাইল ছবি : এএনআই (ANI)
5/5এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রের দশম শ্রেণীর CBSE পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানান কেজরিওয়াল। দেশে ক্রমেই জটিল হতে থাকা করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ফাইল ছবি : এএনআই (ANI)