তামিলনাড়ুর বিষমদ কাণ্ড নিয়ে কংগ্রেসের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। নড্ডা কংগ্রেসের বিরুদ্ধে এই বিষয়ে ‘নির্বিকার নীরবতা’ বজায় রাখার অভিযোগ করেছেন।
জেপি নড্ডা তাঁর চিঠিতে বলেছেন যে কাল্লাকুরিচি হুচ ট্র্যাজেডিকে একটি মানবসৃষ্ট বিপর্যয় এবং অভিযোগ করেছেন যে তামিলনাড়ুর অবৈধ মদ মাফিয়ারা ডিএমকে সরকারের অধীনে দায়মুক্তি নিয়ে কাজ করছে।
নড্ডা তাঁর চিঠিতে লিখেছেন, 'খাড়গেজি, কাল্লাকুরিচির ট্র্যাজেডি সম্পূর্ণরূপে একটি মানবসৃষ্ট বিপর্যয় এবং সম্ভবত ক্ষমতাসীন ডিএমকে-ইন্ডি জোট এবং অবৈধ মদ মাফিয়াদের মধ্যে গভীর যোগসূত্র না থাকলে আজ ৫৬ জনের জীবন বাঁচানো যেত।
চলতি বছরের মে মাসে তামিলনাড়ুতে বেআইনি মদ খেয়ে ২৩ জনের মৃত্যুর আগের একটি ঘটনার কথাও উল্লেখ করেন বিজেপি সভাপতি। তিনি বলেছিলেন যে বিজেপি রাজ্যের অবৈধ মদ মাফিয়াদের বিষয়ে ডিএমকে সরকারকে সতর্ক করেছিল তবে তাদের সতর্কবাণীতে কোনও মনোযোগ দেওয়া হয়নি।
তিনি লিখেছেন, 'বর্তমান মামলাতেও মিডিয়া এবং তদন্ত প্রতিবেদনগুলি স্পষ্ট করে দিয়েছে যে কীভাবে এই অবৈধ মদের ব্যবসা প্রকাশ্যে এবং প্রকাশ্য দিবালোকে নির্বিচারে পরিচালিত হয়েছিল, স্পষ্টতই রাষ্ট্র ও পুলিশের পৃষ্ঠপোষকতায়।
নড্ডার অভিযোগ, মাফিয়াদের বিরুদ্ধে দায় ও ব্যবস্থা নেওয়ার পরিবর্তে রাজ্য সরকার তা ধামাচাপা দিতে ব্যস্ত ছিল, যার ফলে আরও মৃত্যু হয়েছে।
তিনি লেখেন, "আমি হতবাক হয়ে গিয়েছিলাম যে যখন এত বড় বিপর্যয় ঘটেছিল, তখন আপনার নেতৃত্বাধীন কংগ্রেস পার্টি এ বিষয়ে নীরবতা পালন করেছে। এই মুহুর্তে, বিজেপি এবং সমগ্র দেশ অবশ্যই দাবি করছে যে আপনি ডিএমকে-ইন্দি জোট তামিলনাড়ু সরকারকে সিবিআই তদন্তের জন্য চাপ দিন এবং মুথুস্বামীকে অবিলম্বে মন্ত্রী পদ থেকে অপসারণ নিশ্চিত করুন।
সোমবার জেলা প্রশাসনের প্রকাশিত আপডেট তথ্য অনুসারে, তামিলনাড়ুতে বেআইনি মদ পানের পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জন। বেআইনি মদ খেয়ে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ১৫৬ জন।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন শুক্রবার বলেছেন, কাল্লাকুরুচি বিষমদ কাণ্ডে বাবা-মায়ের মধ্যে একজনকে হারানো শিশুদের পড়াশোনা ও হোস্টেলের পুরো খরচ বহন করবে রাজ্য সরকার।
এদিকে গোটা ঘটনাকে ঘিরে ইতিমধ্য়েই নানা প্রশ্ন উঠছে। এদিকে বিজেপি এই ঘটনায় কংগ্রেসেরে বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছে।