বাংলা নিউজ > ঘরে বাইরে > টেনিস কোর্টে আলাপ, কিশোরের সঙ্গে দিনের পর দিন 'যৌনতা' বিচারকের, সাসপেন্ড, তদন্ত

টেনিস কোর্টে আলাপ, কিশোরের সঙ্গে দিনের পর দিন 'যৌনতা' বিচারকের, সাসপেন্ড, তদন্ত

কিশোরের সঙ্গে দিনের পর দিন ধরে জোর করে সমকামিতার অভিযোগ বিচারকের বিরুদ্ধে।(প্রতীকী ছবি/HT File) (HT_PRINT)

কসময় ছেলেটি সচেতন হয়ে যায়। তখন তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। তার ইমেজ নষ্ট করা, তার দাদা ও মাকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন ওই বিচারক। এমনটাই অভিযোগ।

রাজস্থানের ভরতপুর জেলায় এক বিচারপতি সহ তিনজনের বিরুদ্ধে ১৪ বছরের এক কিশোরের সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার কথা বাইরে বললে মিথ্যা মামলায় তাদের পরিবারকে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন ওই বিচারক। অভিযোগ এমনটাই। এদিকে অভিযুক্ত বিচারক পালটা অভিযোগকারীর বিরুদ্ধে জোর করে টাকা আদায়ের অভিযোগ এনেছেন। এদিকে নির্যাতিত কিশোরের মায়ের দাবি, অভিযুক্ত বিচারপতি টেনিসে কোর্টে তাঁর ছেলের সঙ্গে দেখা করেছিলেন। এরপর তাকে বাড়িতে নিয়ে যায়। সেখানে মাদক খাইয়ে তার সঙ্গে পায়ুকাম করেন। এদিকে একসময় ছেলেটি সচেতন হয়ে যায়। তখন তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়। তার ইমেজ নষ্ট করা, দাদা ও মাকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন ওই বিচারক। এমনটাই অভিযোগ। 

এদিকে ঘটনার পর থেকেই চুপচাপ হয়ে গিয়েছিল ওই কিশোর। এরপর ২৮শে অক্টোবর বার বার বলার পর কিশোর বিষয়টি তার মাকে জানায়। সে জানায় গত এক মাস ধরে ওই বিচারক সহ তিনজন তার সঙ্গে পায়ুকাম করেছেন।এদিকে আর ছেলেকে খেলতে পাঠাননি তার মা। এরপরই ওই বিচারক এক পুলিশ আধিকারিককে তার বাড়িতে পাঠিয়ে ছেলেকে পাঠাতে বলেন।এরপর রাতে ফোন করেন ওই বিচারক। যখন তাকে বলা হয় ছেলে সব বলে দিয়েছে তখনই ফোন কেটে দেন তিনি। পরে বিচারক সহ অপর একজন বাড়িতে এসে ক্ষমা চেয়ে যান। ওই সন্ধ্যাতেই এক পুলিশ আধিকারিক এসে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। রাজস্থানের শিশু সুরক্ষা কমিশনের পক্ষে সংগীতা বেনিওয়াল বলেন,জেলাশাসক ও এসপির সঙ্গে কথা বলেছি। নিরপেক্ষ তদন্তের জন্য বলেছি। এদিকে রাজস্থান হাইকোর্ট ওই বিচারপতিকে সাসপেন্ড করে তদন্ত করার নির্দেশ দিয়েছে।

 

বন্ধ করুন