রাত পোহলেই (সোমবার - ১৭ মার্চ, ২০২৫) সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নিতে চলেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জয়মাল্য বাগচী। সংবাদমাধ্যমের হাতে আসা তথ্য বলছে, শীর্ষ আদালতে বিচারপতির আসনে বসেই হাই প্রোফাইল আরজি কর মামলা শুনতে পারেন তিনি!
কেন এমনটা অনুমান করা হচ্ছে?
এই মুহূর্তে একাধিক আদালতে আরজি কর ধর্ষণ ও খুন এবং আর্থিক দুর্নীতি-সহ একাধিক মামলা চলছে। যার মধ্যে একটি মামলা চলছে সুপ্রিম কোর্টের ১ নম্বর এজলাসে। যা আদতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এজলাস।
বর্তমানে সেই এসলাসের মাথায় রয়েছেন সুপ্রিম কোর্ট তথা ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তাঁর সঙ্গে একই বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার। কিন্তু, সেই এজলাসে আরও এক বিচারপতির আসন এখনও খালি রয়েছে। তথ্য়াভিজ্ঞ মহলের একাংশ বলছে, সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নেওয়ার পর বিচারপতি জয়মাল্য বাগচীকেই ওই তৃতীয় আসনটিতে দেখা যেতে পারে।
এদিকে, প্রায় দেড়মাস পর সোমবারই ফের আরজি কর সংক্রান্ত সংশ্লিষ্ট মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে উঠবে। সেই মামলার শুনানি হতে পারে বেলা ১১টা বেজে ৩০ মিনিট নাগাদ। আর বিচারপতি জয়মাল্য বাগচীর শপথগ্রহণ অনুষ্ঠানটি হবে সোমবার সকাল ১০টা বেজে ৩০ মিনিটে। অতএব, তিনি যদি প্রধান বিচারপতির বেঞ্চের তৃতীয় সদস্য হিসাবে যোগদান করেন, তাহলে তিনি প্রথমেই আরজি কর মামলা শুনবেন।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে মনোনীত করার পর, গত ১০ মার্চ সেই প্রস্তাবে সিলমোহর দেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু, এর মাঝে আদালত বন্ধ থাকায় শপথ নিতে পারেনি বিচারপতি বাগচী। সেই কারণেই ১৭ মার্চ তাঁর শপথগ্রহণের দিন ধার্য করা হয়।
আরজি কর মামলার একাধিক শাখা-প্রশাখা সম্পর্কে বিচারপতি বাগচী অত্যন্ত ওয়াকিবহাল। কারণ, এর আগে কলকাতা হাইকোর্টে থাকাকালীন তিনিই আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলাটি শুনছিলেন।
অন্যদিকে, আরজি কর ধর্ষণ ও খুনের মামলা চলছিল শিয়ালদা আদালতে। সেই মামলায় সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয় এবং বিচারক তাকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেন। সেই রায় চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করে সিবিআই। দাবি ছিল, সঞ্জয়ের ফাঁসি। সেই মামলাও উঠেছিল বিচারপতি বাগচীরই এজলাসে। কিন্তু, তিনি সেই মামলাটি শোনার সুযোগ পাননি। কারণ, তার আগেই তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে মনোনীত করে দেওয়া হয়।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের ১ নম্বর এজলাসে পশ্চিমবঙ্গের আরও কয়েকটি মামলা তালিকাভুক্ত রয়েছে। বিচারপতি বাগচী ওই এজলাসে নিযুক্ত হলে সেই মামলাগুলিও শুনবেন তিনি।