কাজের নির্ধারিত সময়েরও বাইরে বসে যতটা সম্ভব দায়িত্ব সামলে দেন বম্বে হাইকোর্টের বিচারপতি এসএস শিন্ডে। বৃহস্পতিবার বেঞ্চে শুনানির জন্য ২০০টিরও বেশি মামলা নির্ধারিত ছিল।
সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা। সারাদিনে ১৯০টিরও বেশি মামলার শুনানি দিলেন বম্বে হাইকোর্টের বিচারপতি এসএস শিন্ডে। শুক্রবার এই অসাধ্য সাধনের কথা তুলে ধরলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু।
বৃহস্পতিবার বেঞ্চে শুনানির জন্য ২০০টিরও বেশি মামলা নির্ধারিত ছিল। কাজের নির্ধারিত সময়েরও বাইরে বসে যতটা সম্ভব দায়িত্ব সামলে দেন বিচারপতি এসএস শিন্ডে।
কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু বিচারপতি এসএস শিন্ডের চেম্বারের ছবি টুইট করেছেন।
এমনিতে হাইকোর্টের কাজের সময় সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টে পর্যন্ত। গুরুত্বপূর্ণ শুনানির ক্ষেত্রে গভীর রাত পর্যন্ত আদালত খোলা থাকা অস্বাভাবিক কিছু নয়। তবে এক দিনে ১৯০টি মামলার শুনানি মুখের কথা নয়। কাজের গতি এক নতুন নজির স্থাপন করলেন বিচারপতি এসএস শিন্ডে।
I'm very happy to learn that Justice SS Shinde of Bombay High Court had heard over 190 cases yesterday. He sat in the bench from 10.30 am to 8 pm !#BombayHighCourtpic.twitter.com/GGPTe5fGh3
আইন সংক্রান্ত পোর্টাল বার অ্যান্ড বেঞ্চের মতে, এর আগে এমন অবিশ্বাস্য কাজ করেছিলেন বিচারপতি এসজে কাথাওয়াল্লা। একবার একদিনেই ১৫০টি মামলার শুনানি করেছিলেন তিনি। সম্প্রতি অবসর নিয়েছেন তিনি।
বিচারপতি এস এস শিন্ডে
বিচারপতি এস এস শিন্ডে হলেন বম্বে হাইকোর্টের তৃতীয় জ্যেষ্ঠতম বিচারপতি। আগামী এক মাসের মধ্যেই তাঁর অবসর নেওয়ার কথা। রাজস্থান হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর নাম সুপারিশ করা হয়েছে।
বিচারপতি এসএস শিন্ডে গত কয়েক বছরে বেশ কয়েকটি হাই প্রোফাইল মামলার শুনানি করেছেন। তার মধ্যে রয়েছে এলগার পরিষদ, রিপাবলিক টিভির সম্পাদক-ইন-চিফ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখ এবং অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা।