কানাডার ব্র্যাম্পটনে হিন্দু মন্দিরে হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই নিয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, 'ব্র্যাম্পটনের হিন্দু সভা মন্দিরে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে, তা গ্রহণযোগ্য নয়। সব কানানিয়ান নাগরিকেরই স্বাধীন ভাবে এবং নিরাপদে নিজের ধর্ম পালনের অধিকার আছে। আমি পিল রিজিওনাল পুলিশকে ধন্যবাদ জানাতে চাই। তারা খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনার তদন্ত করছে।' (আরও পড়ুন: 'তলে তলে চুক্তি... হাসিনাকে আশ্রয় কেন?', অনুপ্রবেশ ইস্যুতে শাহকে তোপ হেমন্তের)
আরও পড়ুন: 'লাল রেখা পার...', কানাডার মন্দিরে খলিস্তানি হামলায় সরব ট্রুডোর দলেরই সাংসদ
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই ঘরোয়া রাজনীতির কারণেই 'খলিস্তান প্রীতি' প্রদর্শন করতে দেখা গিয়েছে ট্রুডোকে। তবে এরই মাঝে দিওয়ালির সময় কানাডার তিনটি হিন্দু মন্দিরে গিয়েছিলেন ট্রুডো। তবে এরই মাঝে খলিস্তানিদের হাতে হিন্দুরা আক্রান্ত হওয়ায় কিছুটা অস্বস্তিতে ট্রুডো। এর আগে নিজের দিওয়ালি উদযাপন নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন ট্রুডো। সেখানে দেখা গিয়েছে বিভিন্ন হিন্দু মন্দিরে গিয়েছেন তিনি। সেখানে হাতে পবিত্র সুতো পরেছেন পুরোহিতের থেকে। সেই ভিডিয়োর ক্যাপশনে ট্রুডো লেখেন, 'বিগত কয়েক মাসে তিনটি হিন্দু মন্দিরে গিয়েছি আমি। সেখানেই এই ব্রেসলেটগুলি পরেছি আমি। এই ব্রেসলেটগুলি সৌভাগ্যের প্রতীক। এবং এগুলি আমাকে রক্ষা করবে।' এদিকে ট্রুডোর পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছে মন্দিরে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে আলাপচারিতায় মগ্ন। সেখানে ট্রুডোকে এক থালা জিলিপিও খেতে দেওয়া হয়। সেখানে আবার ট্রুডোকে বলতে শোনা যায়, 'আমি আমার টিমের জন্যে বাঁচিয়ে রাখব এই মিষ্টিগুলো।' (আরও পড়ুন: UP-তে মহিলাকে যৌনাঙ্গ দেখিয়ে বিপাকে কংগ্রেস নেতা! কী বলছে জোটসঙ্গী SP?)
আরও পড়ুন: বাংলায় অনুপ্রবেশে মদত দেয় স্থানীয় প্রশাসন, ঝাড়খণ্ডের মন জিততে TMC-কে তোপ শাহের
এর আগে দিওয়ালি উপলক্ষে এক বিবৃতি প্রকাশ করে সম্প্রতি ট্রুডো বলেছিলেন, 'ভারতীয়-কানাডিয়ান সম্প্রদায় ছাড়া কানাডায় দিওয়ালি ভাবাই যায় না। কানাডার সেরাটাকে তুলে ধরেন এই ভারতীয়-কানাডিয়ানরা। তাঁরা এই দেশে শিল্পী, ব্যবসায়ী, ডাক্তার। হিন্দু কানাডিয়ানদের জন্যে দিওয়ালি খুব বিশেষ একটি উপলক্ষ। নভেম্বরে আমরা কানাডায় হিন্দু হেরিটেজ মাস পালন করি। আমরা হিন্দু কানাডিয়ানদের পাশে সবসময় আছি। তাঁরা এখানে স্বাধীন ভাবে তাঁদের ধর্ম পালন করতে পারবেন।' (আরও পড়ুন: কানাডার মন্দিরে খলিস্তানিদের হামলার নিন্দায় ভারত, তুলে ধরল ট্রুডোর ব্যর্থতা)
তবে এত কিছুর মাঝেও কানাডার অন্টারিওর ব্র্যাম্পটন (গ্রেটার অন্টারিও এলাকা) হিন্দু মন্দিরে হামলার অভিযোগ উঠেছে খলিস্তানিদের বিরুদ্ধে। সেখানে দর্শনার্থীদের ওপর নাকি হামলা চালায় তারা। কানাডার সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল টেলিগ্রাফ সাংবাদিক ড্যানিয়েল ব্রডম্যান সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) পোস্ট করেছেন, তাতে দেখা গিয়েছে যে হাতে খলিস্তানি পতাকা নিয়ে কয়েকজন একটা জায়গার মধ্যে ঢুকে এসে মারধর করছে। লাঠি নিয়ে ছুটে এসে আরও কয়েকজন হামলা চালাচ্ছে। তারইমধ্যে এক মহিলাকে চিৎকার করতে শোনা যায়।