বাংলা নিউজ > ঘরে বাইরে > 'Kaali' poster Row: মা কালীকে নিয়ে ‘প্ররোচনামূলক’ পোস্টার সরানো হোক, কানাডাকে বার্তা ভারতের

'Kaali' poster Row: মা কালীকে নিয়ে ‘প্ররোচনামূলক’ পোস্টার সরানো হোক, কানাডাকে বার্তা ভারতের

লীনা মানিমেকালাই। (ফইল ছবি, সৌজন্যে টুইটার)

Kaali poster Row: ডকুমেন্ট্রি ফিল্মমেকার লীনা মানিমেকালাইয়ের ‘কালী’ সিনেমার ‘অবমাননাকর’ পোস্টার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেই ‘প্ররোচনামূলক’ পোস্টার সরিয়ে নেওয়ার জন্য কানাডাকে আর্জি জানিয়েছে ভারতীয় দূতাবাস।

মা কালীকে নিয়ে ‘প্ররোচনামূলক’ পোস্টার সরিয়ে দেওয়া হোক। কানাডার প্রশাসনকে আর্জি জানাল ভারতীয় দূতাবাস। ডকুমেন্ট্রি ফিল্মমেকার লীনা মানিমেকালাইয়ের ‘কালী’ সিনেমার ‘অবমাননাকর’ পোস্টার নিয়ে বিতর্কের মধ্যে সেই আর্জি জানানো হয়েছে।

সোমবার ভারতীয় দূতাবাসের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আন্ডার দ্য টেন্ট কর্মসূচির আওতায় টরেন্টোর আগা খান মিউজিয়ামে প্রদর্শিত একটি সিনেমার পোস্টারে হিন্দু দেবতাদের অবমাননা নিয়ে কানাডার হিন্দু সম্প্রদায়ের নেতাদের থেকে অভিযোগ পেয়েছি আমরা।’ বিষয়টি নিয়ে ইতিমধ্যে আয়োজক কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। সেইসঙ্গে ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, 'এরকম যাবতীয় প্ররোচনামূলক জিনিসপত্র প্রত্যাহারের জন্য কানাডার কর্তৃপক্ষ এবং আয়োজনকে আর্জি জানাচ্ছি আমরা।'

সেই বিতর্কিত পোস্টারে কী আছে? 

পোস্টারে মা কালীর বেশে এক মহিলাকে দেখা যাচ্ছে। সেই পোস্টার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের একাংশ লীনার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। পরিচালককে গ্রেফতারির দাবিও ওঠে। ইতিমধ্যে দিল্লি এবং উত্তরপ্রদেশে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

আরও পড়ুন: Kaali's Poster sparks Row: মা কালীকে নিয়ে 'অবমাননাকর' পোস্টার, তথ্যচিত্র ঘিরে বিতর্ক, মুখ খুললেন পরিচালক

যদিও রোষের মুখে পড়ে লীনা বলেছেন, ‘ভালোবাসাকে বেছে নিন, ঘৃণাকে নয়।’ তিনি দাবি করেছে, ‘কানাডার সংস্কৃতির বৈচিত্র্য নিয়ে ছবি বানানোর জন্য টরেন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল। (সেজন্য) মা কালী ছবিটি আমি তৈরি করেছি। তাতে আমি অভিনয়ও করেছি।’ সঙ্গে তিনি দাবি করেন, 'একটি সন্ধ্যার গল্প নিয়ে এই ছবি তৈরি করেছি, যখন টরেন্টোর রাস্তায় মা কালী আবির্ভূত হন। যদি আপনি এই ছবিটা দেখেন তাহলে লীনা মানিমেকালাইকে গ্রেফতারির দাবি জানাবেন না। বলবেন, লীনা তোমায় আমরা ভালোবাসি। আমার কালী কথা বলবেন বর্ণবিদ্বেষের বিরুদ্ধে। ভালোবাসা যে শ্রেষ্ঠ ধর্ম, সেই বার্তা দেবে।'

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.