বাংলা নিউজ > ঘরে বাইরে > Kailash Vijayvargiya Controversial Remark: ‘যেভাবে বিদেশি মেয়েরা প্রেমিক বদল করেন...’, নীতীশকে তোপ দাগতে বেফাঁস কৈলাস

Kailash Vijayvargiya Controversial Remark: ‘যেভাবে বিদেশি মেয়েরা প্রেমিক বদল করেন...’, নীতীশকে তোপ দাগতে বেফাঁস কৈলাস

কৈলাস বিজয়বর্গীয়  (PTI)

নীতীশকে বিদেশি মহিলাদের সঙ্গে তুলনা করে কৈলাস বলেন, ‘আমি বিদেশে গিয়ে শুনেছিলাম ওখানকার মহিলারা নাকি প্রায়শই নিজেদের সঙ্গী বদলে ফেলেন। বিহারের মুখ্যমন্ত্রীও তাই। তিনি জানেন না কখন কার হাত ধরবেন আর কখন কার হাত ছাড়বেন।’

সম্প্রতি বিহারে পালাবদল ঘটেছে। মুখ্যমন্ত্রীর কুরসিতে রয়েছেন সেই নীতীশ কুমারই। তবে বদলে গিয়েছে তাঁর শরিক। বিজেপির সঙ্গ ছেড়ে এখন আরজেডি-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন ‘সাশাসন বাবু’। এই আবহে প্রাক্তন শরিকের থেকে আক্রমণ ধেয়ে আসা স্বাভাবিক। সেই সমোই নীতীশকে তোপ দাগেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তবে কৈলাসের ‘ভাষা’ ঘিরে শুরু হয়ছে জোর বিতর্ক। নীতীশকে আক্রমণ শানাতে গিয়ে বিজেপি নেতা যা বললেন, তা মোটেও রুচি সম্মত নয়।

নীতীশকে বিদেশি মহিলাদের সঙ্গে তুলনা করে কৈলাস বলেন, ‘আমি বিদেশে গিয়ে শুনেছিলাম ওখানকার মহিলারা নাকি প্রায়শই নিজেদের সঙ্গী বদলে ফেলেন। বিহারের মুখ্যমন্ত্রীও তাই। তিনি জানেন না কখন কার হাত ধরবেন আর কখন কার হাত ছাড়বেন।’ নীতীশকে আক্রমণ করতে গিয়ে মহিলাদের ‘প্রেমিক বদলানো’র কথা বলায় কৈলাসের মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে। এর আগে অগ্নিবীরদের বিজেপি অফিসে নিরাপত্তারক্ষী হিসেবে নিয়োগ করার কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন এই বিজেপি নেতা। এবার ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে তিনি।

উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে এনডিএর পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হলে নীতীশ জোট ছেড়ে বেরিয়া যান। আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে হাত মেলান তিনি। পরের বিধানসভা নির্বাচনে লালুর দলকে সঙ্গে নিয়ে হারিয়েছিলেন তিনি। কিন্তু অল্প কিছু দিনের মধ্যে লালুদের সঙ্গও ত্যাগ করেন। ফিরে আসেন এনডিএতে। গত বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়েন। জিতে ক্ষমতাতেও আসেন। এবার আবারও বিজেপির হাত ছেড়ে আরজেডির সঙ্গে হাত মেলালেন তিনি।

বন্ধ করুন