বাংলা নিউজ > ঘরে বাইরে > Kamal Nath: জন্মদিনে হনুমান মন্দিরের মতো দেখতে কেক কাটলেন কমল নাথ, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে চরম বিতর্ক

Kamal Nath: জন্মদিনে হনুমান মন্দিরের মতো দেখতে কেক কাটলেন কমল নাথ, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে চরম বিতর্ক

কমল নাথের জন্মদিন উপলক্ষে কেক কাটা হচ্ছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, কমল নাথের অনুগামীরা তাঁকে ভারতীয় রাজনীতির কোহিনূর বলে আখ্যা দিচ্ছেন এবং নেতাকে অভিনন্দন জানিয়ে তাঁর প্রশংসা করেছেন।

জন্মদিনে কেক কাটা খুব স্বাভাবিক একটি বিষয়। তবে এই কেক কেটেই বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। নিজের জন্মদিন উপলক্ষে একটি মন্দিরের মতো দেখতে কেক কাটেন তিনি। সেই কেকে আবার হনুমানজির ছবিও ছিল। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী থাকাকালীন ছিন্দওয়ারাতে ১২১ ফুট উঁচু একটি হনুমান মন্দির তৈরি করেছিলেন কমল নাথ। সেই মন্দিরের আদলেই তৈরি করা হয়েছিল কেকটি। তবে এই সংক্রান্ত ভিডিয়ো ভাইরাল হতেই বিজেপি পালটা অভিযোগ করে, হিন্দুদের ভাবাবেগকে আঘাত হেনেছেন কমল নাথ।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, কমল নাথের অনুগামীরা তাঁকে ভারতীয় রাজনীতির কোহিনূর বলে আখ্যা দিচ্ছেন এবং নেতাকে অভিনন্দন জানিয়ে তাঁর প্রশংসা করেছেন। জন্মদিন উদযাপনের জন্য স্লোগান তোলা হয়। সঙ্গে আতশবাজি ছিল। কংগ্রেস নেতাকে একটি কেকও উপহার দেওয়া হয়েছিল। মন্দির আকৃতির সেই কেক কাটেন কমল নাথ। এদিকে এই ভিডিয়ো ভাইরাল হতেই কংগ্রেসে বিরুদ্ধে তোপ দেগেছে শাসকদল বিজেপি।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কমল নাথের নিন্দা করে বলেছেন, ‘কংগ্রেসের ঈশ্বরের প্রতি ভক্তি নেই। কেকের উপর ভগবান হনুমানের প্রতিকৃতি তৈরি করা এবং সেটাকে কাটা হিন্দু ধর্ম এবং সনাতন ঐতিহ্যের অপমান। সমাজ এটা মেনে নেবে না।’ এদিকে বিজেপি-র ছিন্দওয়ারা জেলা সভাপতি বিবেক বান্টি সাহু সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘কমল নাথ ছিন্দওয়ারায় হনুমান মন্দির তৈরি করলেও তাঁর ভগবানের ওপর বিশ্বাস নেই। তিনি এবং তাঁর পুরো পরিবার প্রায়শই হিন্দুদের বিশ্বাস নিয়ে খেলেন। ধর্মকে অপমান করার ক্ষেত্রে কোনও কসরত বাকি রাখেন না তিনি।’

বন্ধ করুন