মধ্যপ্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি তথা সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ফের একবার বিতর্কে জড়ালেন। করোনা সংক্রমণ মোকাবিলা প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে কমল নাথ বলেন, 'ভারত মহান দেশ নয়, বরং ভারত বদনাম।'
কমল নাথ বলেন, 'গোটা বিশ্ব ভারতে করোনা ভয়াবহ পরিস্থিতি দেখছে। যে ভারতীয় আমেরিকায় কাজ করছেন, তাঁরা এর জেরে বৈষম্যের শিকার হচ্ছেন। আমাকে একজন জানিয়েছেন যে নিউইয়র্কে ভারতীয়দের চালিত ট্যাক্সিতে উঠতে ভয় পাচ্ছেন সেখানকার মানুষরা।'
এদিকে কমল নাথের এহেন মন্তব্যে জোর রাজনৈতিক শুরু হয়েছে। এই মন্তব্যের জেরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান সোনিয়া গান্ধীর কাছে আবেদন জানান যাতে কমল নাথকে দল থেকে বহিষ্কার করা হয়।
শিবরাজ সিং চৌহান বলেন, 'কমল নাথ ওনার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলার অধিকার হারিয়েছেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর উচিত এখনই তাঁকে দল থেকে বহিষ্কার করা হোক।'
উল্লেখ্য, সম্প্রতি কমল নাথের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল B.1.617 ভ্যারিয়েন্টকে ভারতীয় স্ট্রেন নামে ডাকায়। তিনি সেই সময় আরও দাবি করেছিলেন, এই স্ট্রেনের জেরেই করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী।