খাতায় কলমে লড়াই এখনও বাকি। তবে ভারতীয় সময় বেলা সাড়ে ১১টা নাগাদ কমলা হ্যারিসের ক্যাম্পেনের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, মার্কিন ভাইস প্রেসিডেন্ট তথা এই নির্বাচনে ডেমেক্র্যাট পদপ্রার্থী আজ জনসমক্ষে এসে কোনও বক্তব্য দেবেন না। আগামিকাল তিনি সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানানো হয়। সেই মুহূর্তে অ্যাসোসিয়েট প্রেসের পূর্বাভাস বলছে, ট্রাম্পের ঝুলিতে যেতে চলেছে ২৩০টি ইলেক্টোরাল কলেজ এবং কমলা মাত্র ২০টি ইলেক্টোরাল কলেজে পিছিয়ে। তবে এই ব্যবধান আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে পেনসিলভেনিয়া প্রদেশ যদি কমলার ঝুলিতে না যায়, তাহলে তাঁর জয়ের আর কোনও আশা নেই। আর বর্তমানে এই প্রদেশে এগিয়ে আছেন ট্রাম্প। এই আবহে হার না মানলেও কমলা যে হতাশ, তা বলাই বাহুল্য। (আরও পড়ুন: ভোটে কারচুপির অভিযোগ ট্রাম্পের, 'ভিত্তিহীন দাবি', বললেন স্থানীয় রিপাবলিকান নেতা)
আরও পড়ুন: কমলার হয়ে কি 'কলকাঠি নেড়েছে' সুন্দরের গুগল? 'ভুল স্বীকার' টেক সংস্থার
সুইং স্টেটে আপাতত কমলা হ্যারিসদের অবস্থা তেমন ভালো নয়। একটি হেরে গিয়েছেন। তিনি ৭টি প্রদেশেই পিছিয়ে বা হেরে গিয়েছেন। আপাতত কোন কোন প্রদেশে জিতেছেন কমলা হ্যারিস? রিপোর্ট অনুযায়ী, ওয়াশিংটন, ওরেগন, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ইলিনয়, ভার্জিনিয়া, ভার্মন্ট, নিউ ইয়র্ক, ডেলাওয়ার, ম্যাসচুয়েটস, রোড আইল্যান্ড, ডিসি, মেরিল্যান্ড, নিউ জার্সি, কানেকটিকাট। (আরও পড়ুন: প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট… ট্রাম্পের গৌরবময় দিনে ফিরে দেখুন তাঁর লজ্জার ইতিহাস)
আরও পড়ুন: ভোটের ফলে আমেরিকায় তৈরি হতে পারে কোন পরিস্থিতি? ভারতের ওপর পড়বে কোন প্রভাব?
মনে করা হচ্ছে, পেনসিলভেনিয়ায় জিততে না পারার জেরেই হোয়াইট হাউজের চাবি আরও দূরে যাচ্ছে কমলার থেকে। উল্লেখ্য, একদা 'ব্লু স্টেট' হিসেবে পরিচিত পেনসিলভেনিয়ায় এবার হাড্ডাহাড্ডি লড়াই ছিল প্রথম থেকেই। গত ২০১৬ সালের নির্বাচনে এই প্রদেশে জিতেছিলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। যদিও ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প হেরে গিয়েছিলেন এই প্রদেশে। ২০১৬ সালের আগে বিগত প্রায় তিন দশক ধরে এই রাজ্যে একছত্র আধিপত্য বিস্তার করে ছিল ডেমোক্র্যাটরা। তবে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের থেকে মুখ ফিরিয়েছিলেন পেনসিলভেনিয়র ভোটাররা। তবে খুব একটা বেশি ব্যবধানে এই রাজ্যের রং 'লাল' হয়নি সেবার। ২০১৬ সালে পেনসিলভেনিয়ায় মোট ৬১ লাখ ভোট পড়েছিল। আর ট্রাম্পের জয়ের ব্য়বধান ছিল মাত্র ৪৫ হাজার। আর এবারও আপাতত এই প্রদেশে এগিয়ে ট্রাম্প।
এরই মাঝে রিপাবলিকানদের ঝুলিতে এল আরও বেশ কয়েকটি জয়। রিপোর্ট অনুযায়ী, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের ক্ষমতা দখল করে নিল রিপাবলিকানরা। ডেমোক্র্যাটদের হাতে যে আসনগুলি ছিল, সেগুলিতে রিপাবলিকানরা জিতে গিয়েছেন। এপির প্রতিবেদন অনুযায়ী, আপাতত সেনেটে রিপাবলিকানের সদস্য সংখ্যা হল ৫১। আর ডেমোক্র্যাট সদস্যের সংখ্যা হল ৪২। আর চার বছরে প্রথমবার সেনেটের দখল নিল রিপাবলিকানরা। এছাড়াও মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেসেন্টেটিভেও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দিকে এগোচ্ছে রিপাবলিকানরা।