মার্কিন নির্বাচনে বহু অঙ্ক পাল্টে দিয়ে সদ্য প্রেসিডেন্ট পদের দৌড় থেকে সরে গিয়েছেন ডেমোক্র্যাটদের তরফে জো বাইডেন। তাঁর জায়গায় ডেমোক্র্যাটদের তরফে প্রেসিডেন্ট পদের প্রার্থীর দৌড়ে রয়েছেন কমলা হ্যারিস। পার্টির তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে যে সংখ্যক ডেমোক্র্যাটদের সমর্থন প্রয়োজন ছিল, তা একদিনের মধ্যে জুটিয়ে ফেললেন কমলা হ্যারিস।
মার্কিন প্রেসিডেন্ট পদের ভোট ঘিরে ক্রমেই টানটান উত্তেজনা তৈরি হচ্ছে। এবার লড়াইয়ের ময়দানে সম্মুখ সময়ে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের বিরুদ্ধে লড়তে যে সংখ্যক পার্টি সদস্যের সমর্থন ভারতীয় বংশোদ্ভূত কমলার দরকার ছিল, তা তিনি পেয়ে গিয়েছেন। ‘যখন আমি রাষ্ট্রপতির জন্য আমার প্রচারণার ঘোষণা দিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে আমি বাইরে গিয়ে এই মনোনয়ন পেতে চাই। আজ রাতে, আমি আমাদের পার্টির মনোনীত প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় বিস্তৃত সমর্থন অর্জন করতে পেরে গর্বিত, এবং ক্যালিফোর্নিয়ার একজন কন্যা হিসাবে, আমি গর্বিত যে আমার রাজ্যের প্রতিনিধি দল আমাদের প্রচারাভিযানকে শীর্ষে রাখতে সাহায্য করেছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণের অপেক্ষায় আছি।’
তিনি এই দৌড়ে থাকতে পারার জন্য মার্কিন প্রেসিডেন্ট তথা ডেমোক্র্যাট সদস্য জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন। কমলা হ্যারিস তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘আমি রাষ্ট্রপতি বাইডেন এবং ডেমোক্রেটিক পার্টির প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যাঁরা ইতিমধ্যে আমার উপর তাঁদের বিশ্বাস রেখেছেন এবং আমি সরাসরি আমেরিকান জনগণের কাছে আমাদের বিষয়গুলি নিয়ে যাওয়ার জন্য উন্মুখ।’ আগামী কয়েক মাস যে তিনি ঝোড়ো প্রচারে থাকবেন, তা স্পষ্ট জানিয়েছেন কমলা। তাঁর তরফে প্রকাশিত এক বিবৃতিতে তিনি সাফ জানিয়েছেন, ‘উদ্দেশ্য দলকে ঐক্যবদ্ধ করা, দেশকে ঐক্যবদ্ধ করা ডোনাল্ড ট্রাম্পকে হারানো।’ উল্লেখ্য, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে বিস্তর চর্চা চলেছে দেশে। অনেকেই প্রশ্ন তোলেন আদৌ কি জো বাইডেন সুস্থ রয়েছেন? হোয়াইট হাউসে ক্রমাগত পার্কিনসন্সের বিশেষজ্ঞের যাতায়াত নিয়েও চলে প্রশ্ন।