বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত এই প্রথম রাজনীতির ময়দানে পা রেখেছিলেন। আর তাতেই ছক্কা হাঁকালেন রীতিমত। বর্তমানে তিনি মান্ডি লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে আছেন। আর তারপরই তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী তথা কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিংকে একহাত নিলেন। বললেন 'এবার অন্য কাউকে ব্যাগ গুছিয়ে পালাতে হবে।'
ভোটে এগিয়ে যেতেই কী বললেন কঙ্গনা?
কিছুদিন আগেই কঙ্গনা রানাওয়াতের উদ্দেশ্যে বলা হয়েছিল তিনি নাকি নির্বাচনের পরই তল্পিতল্পা গুছিয়ে মুম্বই চলে যাবেন। সেই কটাক্ষের উত্তর এবার দিলেন মান্ডিরর বিজেপি প্রার্থী।
বর্তমানে ইলেকশন কমিশনের রিপোর্ট অনুযায়ী কঙ্গনা রানাওয়াত ৩ লাখ ৩৪ হাজার ৪৪৭ ভোট পেয়েছেন। অন্যদিকে বিক্রমাদিত্য সিং পেয়েছেন ২ লাখ ৯১ হাজার ৫৯৬ ভোট। অর্থাৎ কঙ্গনা রানাওয়াত বর্তমানে ৪২ হাজার ৮৫১ ভোটে এগিয়ে আছেন। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন কঙ্গনা।
এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, 'একজন মহিলাকে নিয়ে উল্টোপাল্টা বলার পরিণাম ওদের ভোগ করতেই হবে। আর সেটার প্রথম ঝলক এদিন আমি এগিয়ে থেকে বুঝিয়ে দিলাম। মান্ডি তার মেয়েদের অপমান মেনে নেবে না।'
তিনি এদিন আরও বলেন, ' আর আমার মুম্বই ফিরে যাওয়া নিয়ে যাঁরা কথা বলছেন তাঁদের জানাই হিমাচল প্রদেশ আমার জন্মভূমি। আর আমি এখানকার মানুষদের হয়ে কাজ করতেই থাকব। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ সেটায় ওঁর সৈনিক হিসেবে কাজ করে যাব। তাই আমি কোথাও যাচ্ছি না। কিন্তু অন্য কাউকে এবার ব্যাগ পত্তর গুছিয়ে পালাতে হবে এখান থেকে।'