আরজি মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টে গুরুতর অভিযোগ তুললেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তিনি অভিযোগ করেছেন, মহিলা আইনজীবীদের চেম্বারে ঢুকে ধর্ষণ এবং অ্যাসিড হামলা করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। সিব্বল এ বিষয়ে আজ মামলার শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের সামনে আইনজীবীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করেন।
আরও পড়ুন: মহিলাদের রাত কাজ করতে বারণ না করে সুরক্ষা দিন, বলল SC, ‘ভুল’ সংশোধনে রাজি রাজ্য
তিন বিচারপতির বেঞ্চের সামনে সিব্বল বলেন, ‘আমার চেম্বারে মহিলা আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে। অ্যাসিড ছোড়ার হুমকি দেওয়া হচ্ছে। এছাড়াও আমায় নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক পোস্ট করা হচ্ছে।’ এরপরেই সুপ্রিম কোর্ট সিব্বলকে আশ্বস্ত করে বলে, ‘যদি কোনও পুরুষ বা মহিলাকে এই ধরনের হুমকি দেওয়া হয়, তবে আমরা পদক্ষেপ করব।’
সিব্বল উদ্বেগ প্রকাশ করে বলেন, ৫০ বছরেরও বেশি সময় ধরে আইনজীবীদের তৈরি করা সুনাম রাতারাতি নষ্ট হয়ে যাচ্ছে। এই যুক্তি দেখিয়ে তিনি মামলার সরাসরি সম্প্রচার বন্ধের আর্জি জানান। তিনি বলেন, ‘যা ঘটছে, তা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। যখন একটি বিষয় এইভাবে সরাসরি সম্প্রচার করা হয়, তার আবেগপ্রবণ প্রভাব রয়েছে। আমরা এখানে অভিযুক্তের পক্ষে নই। আমরা রাজ্য সরকারের পক্ষে মামলা লড়ছি।’ তাই তিনি অনুরোধ করেন যে বিষয়টির সরাসরি শুনানি বন্ধ করা হোক। কিন্তু আদালত সেই আর্জি খারিজ করে। প্রধান বিচারপতি বলেন, ‘এটা জনস্বার্থের বিষয় তাই আমরা সরাসরি সম্প্রচার বন্ধ করব না।’
উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের একটি সেমিনার হলে তরুণী চিকিৎসককে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তে জানা যায়, ধর্ষণ করার পর তাঁকে হত্যা করা হয়েছে। সেই ঘটনা ব্যাপক ক্ষোভের জন্ম দেয় গোটা দেশে। নিরাপত্তা এবং বিচারের দাবিতে চিকিৎসকরা এখনও আন্দোলন করছেন। সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।পরবর্তীকালে শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত মামলা শুরু করে। এর আগে শীর্ষ আদালত সিবিআইকে মামলার তদন্তের অগ্রগতির স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।