বাংলা নিউজ > ঘরে বাইরে > সুপ্রিম কোর্ট নিয়ে 'আশাহত' মন্তব্যের জেরে বিতর্কে কবিল সিবাল! অভিযোগ আদালত অবমাননার

দেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভার সাংসদ কপিল সিবালের মন্তব্য কার্যত নতুন করে বিতর্ক তৈরি করেছে। ভারতের অ্যাটর্নি জেনারেলের কাছে তাঁর বিরুদ্ধে এদিন চিঠি মারফৎ আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছেন দুই আইনজীবী।

এক মন্তব্যে কপিল সিবাল বলেন, সুপ্রিম কোর্টের ওপর তাঁর আর কোনও 'আশা নেই', পাশাপাশি তিনি হতাশা প্রকাশ করেন দেশের বিচারব্যবস্থার রায় নিয়ে। রাজধানী দিল্লিতে পিপলস ট্রাইবুনালে বক্তব্য রাখআর সময় কপিল সিবাল বলেন, সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানে ৫০ বছর ধরে আইনজীবী থাকার পর এখন তিনি কার্যত হতাশাগ্রস্ত এই প্রতিষ্ঠানকে নিয়ে। কার্যত দেশের চিফ জাস্টিসের দিকে আঙুল তুলে কবিল সিবাল বলছেন, যে কোনও সংবেদনশীল মামলা কিছু বাছাই করা বিচারপতিদের দেওয়া হয়। কোন মামলা কার কাছে যাবে সেই বিচারপতিদের রোজের 'রোস্টার' বানান চিফ জাস্টিস। এই ইস্যুতেই কার্যত তিনি দেশের প্রধান বিচারপতির দিকে আঙুল তুলেছেন। ইতিমধ্যেই বার কাউন্সিল অফ ইন্ডিয়া ও অল ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশন কপিল সিবালের বিরুদ্ধে গর্জে উঠে মন্তব্যের তীব্র নিন্দা করেছে। বুলডোজারে গুঁড়িয়ে গেল বাড়ি! মহিলা হেনস্থায় অভিযুক্ত নেতাকে খুঁজছে যোগীর পুলিশ

উল্লেখ্য, দিল্লিতে শনিবার এক অনুষ্ঠানে কপিল সিবাল বলেন, 'আপনারা যদি মনে করেন যে আপনাদের সুপ্রিম কোর্ট মুক্তি দিতে পারে, তাহলে বিরাট ভুল করছেন। আর আমি ৫০ বছর ধরে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করার পর একথা বলছি।' উল্লেখ্য, যে ট্রাইবুনালে কপিল সিবাল বক্তব্য রাখছিলেন, সেখানে ২০২২ গুজরাত দাঙ্গায় ষড়যন্ত্রের অভিযোগ ও ২০০৯ সালে ছত্তিশগড়ে আদিবাসীদের ওপর অত্যাচারের প্রসঙ্গ উঠেছিল। ট্রাইবুনালে সিবাল প্রশ্ন তোলেন বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে। তিনি বলেন, 'যে আদালতে বিচারপতিদের একটি আপোশের প্রক্রিয়ায় রাখা হয়, যে কোর্ট যেখানে কোনও সিস্টেম নেই যে কোন কেস কোন বেঞ্চের দ্বারা পরিচালিত হবে আর তা কখন হবে, সেখানে আদালত নিরপেক্ষ হতে পারে না। '

বন্ধ করুন